Bangladesh vs England: ইংল্যান্ডের সামনে ১২৫ রানের টার্গেট রাখল বাংলাদেশ

Last Updated:

দলের হয়ে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের ৷ ৩০ বলে ২৯ রান করেন তিনি ৷

Photo Courtesy: ICC/Twitter
Photo Courtesy: ICC/Twitter
বাংলাদেশ: ১২৪/৯ (২০ ওভার)
আবুধাবি: মরুদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও সেভাবে হাই স্কোরিং ম্যাচ দেখা যায়নি বললেই চলে ৷ বুধবার বাংলাদেশ বনাম ইংল্যান্ড (Bangladesh vs England) ম্যাচেও তার অন্যথা হয়নি ৷ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রানই স্কোরবোর্ডে তুলতে পারল বাংলাদেশ ৷ দলের হয়ে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের ৷ ৩০ বলে ২৯ রান করেন তিনি ৷
advertisement
advertisement
শুরু থেকেই এ দিন বাংলাদেশি ব্যাটসম্যানদের চাপে রাখেন ইংল্যান্ডের বোলাররা ৷ টাইমাল মিলস ২৭ রান দিয়ে ৩টি, মঈন আলি ১৮ রান দিয়ে ২টি, লিভিংস্টোন ১৫ রান দিয়ে ২টি এবং ক্রিস ওকস নেন ১টি উইকেট ৷
advertisement
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক মাহমুদুল্লাহ ১৯ এবং নুরুল হাসান করেন ১৬ রান ৷ রান পাননি লিটন দাস (৯), মহম্মদ নঈম (৫) এবং সাকিব আল হাসান (৪) ৷ ১২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে কোনও সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ৷ ৩৫ বল বাকী থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেন অইন মর্গ্যানরা ৷ ওপেনার জেসন রয় করেন ৩৮ বলে ৬১ রান ৷ তিন নম্বরে নামা ডেভিড মালান ২৮ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh vs England: ইংল্যান্ডের সামনে ১২৫ রানের টার্গেট রাখল বাংলাদেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement