Bangladesh vs Afghanistan: এক দিনের সিরিজ হারের বদলা! টি-২০ সিরিজে আফগানদের চুনকাম করল বাংলাদেশ

Last Updated:

Bangladesh vs Afghanistan: একই দিনে বাংলাদেশের জোড়া বড় জয়। একদিকে মেয়েদের একদিনের ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ মহিলা দল প্রথমবার হারাল ভারতীয় মহিলা দলকে। অপরদিকে, ছেলেদের ক্রিকেটে আফগানিস্তান ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল বাংলা টাইগার্সরা।

ঢাকা: একই দিনে বাংলাদেশের জোড়া বড় জয়। একদিকে মেয়েদের একদিনের ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ মহিলা দল প্রথমবার হারাল ভারতীয় মহিলা দলকে। অপরদিকে, ছেলেদের ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল বাংলা টাইগার্সরা। ঘরের মাঠে একদিনের সিরিজে আফগানদের বিরুদ্ধে হেরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফলে টি-২০ সিরিজ প্রেস্টিজ ফাইট ছিল শাকিবদের কাছে। সেই লড়াইয়ে ২-০ ব্যবধানে আফগানদের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জয় পেতে কষ্ট করতে হয়েছিল বাংলাদেশকে। ১ বল বাকি থাকতে ২ উইকেটে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল শাকিবরা। কিন্তু বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত সহজেই জয় পেল বাংলা টাইগার্সরা। ১৭ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১১৬ রান করে আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আজমাহতুল্লাহ ওমারজাই। এছাড়া ২২ রান করেন ইব্রাহিম জার্ডান ও ২০ রান করেন কারিম জানাত। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ ও ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং শাকিব আল হাসান।
advertisement
advertisement
রান তাড়া করতে করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষে পৌছে যায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে লিটন দাস ও আফিফ হোসেনেক ৬৭ রানের পার্টনারশিপই ম্যাচের ভাগ্য নির্ধারিত করে দিয়েছিল। লিটন দাস করেন ৩৫ রান ও আফিফ হোসেন করেন ২৪ রান। নাজমুল হোসেন শান্টো রান না পেলেও শেষে তোহিদ হৃদয় ও শাকিব আল হাসান দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। তোহিদ ১৯ রান করে আউট হন। শাকিব ১৮ ও শামিম হোসেন ৭ রান করে অপরাজিত থাকেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh vs Afghanistan: এক দিনের সিরিজ হারের বদলা! টি-২০ সিরিজে আফগানদের চুনকাম করল বাংলাদেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement