ভারতের মাটিতে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ! টাইগার সমর্থকদের হুঙ্কার আয়ারল্যান্ডকে হারিয়ে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ঢাকা: গত ২৪ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতে শুরু করেছে। যার নেপথ্যে বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা। সেই ছবিতে দেখা যাচ্ছে যে কয়েকজন বাংলাদেশ ক্রিকেট সমর্থকের হাতে একটি প্ল্যাকার্ড ধরা রয়েছে। আর সেই প্ল্যাকার্ডে লেখা রয়েছে, বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল ৪ উইকেটে জয়লাভ করবে। স্পোর্টস অ্যারেনা নামের একটি ফেসবুক পেজে এই ছবিটা আপলোড করা হয়েছে।
ছবিতে স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আশা ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে টাইগারবাহিনী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আসন্ন বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে।
আরও পড়ুন – KKR Rajnikanth: কেকেআর ক্রিকেটাররা রজনীকান্তের বাড়িতে! থালাইভার থেকে কী পরামর্শ পেলেন বরুণরা ?
ছবি অনুসারে, টুর্নামেন্টের শেষ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নামবে। ৪৮ ওভারে টিম ইন্ডিয়া ৩৩১ রানে অলআউট হয়ে যাবে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দুর্দান্ত শতরান করবেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে ১২৫ বলে ১২৫ রান বেরিয়ে আসবে। এছাড়াও ভালো ব্যাটিং করবেন সূর্যকুমার যাদব। তিনি ৪২ বলে ৮৬ রানের একটা মারকাটারি ইনিংস খেলবেন।
advertisement
advertisement
এছাড়া বাংলাদেশের বোলারদের মধ্যে ৫৮ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করবেন তাসকিন আহমেদ। এছাড়া ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেবেন সাকিব আল হাসান। ম্যাচের সেরা নির্বাচিত হবেন সাকিব। ৪৭ বলে ৮৫ রান করবেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ওপেনার লিটন দাস। কেকেআর মাত্র একটি ম্যাচে সুযোগ দিয়ে তাকে খেলায়নি।
এর বদলা ভারতের বিরুদ্ধে নেবেন লিটন। তবে এর পুরো ব্যাপারটাই কল্পনার। কয়েকজন সমর্থক নিজেদের মন থেকে এই স্কোরবোর্ড কল্পনা করেছেন। এর সঙ্গে বাস্তবের কতটা মিল হবে সেটা একমাত্র সময় বলতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 1:41 PM IST








