KKR Rajnikanth: কেকেআর ক্রিকেটাররা রজনীকান্তের বাড়িতে! থালাইভার থেকে কী পরামর্শ পেলেন বরুণরা ?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
চেন্নাই: ১২ বছর পর আইপিএলে নতুন একটা রেকর্ড করেছে কেকেআর। চেন্নাইয়ের মাঠে মহেন্দ্র সিং ধোনির দলকে হারিয়েছে তারা সেই ২০১২ সালের পর। এবারের আইপিএল থেকে কেকেআর আউট এটা মোটামুটি মেনে নিয়েছেন সমর্থকরা। অঙ্কের যা বিচার তাতে অল্প সম্ভাবনা থাকলেও সেটা না থাকার মতই। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে সুপারস্টার রজনীকান্তের বাড়িতে গিয়েছিলেন কেকেআর ক্রিকেটাররা।
Thalaivar Dharisanam ❤️
Finally met @rajinikanth sir . pic.twitter.com/Sm2dQoURzT— Venkatesh Iyer (@venkateshiyer) May 15, 2023
advertisement
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে রজনীকান্তের চেন্নাইয়ের বাড়িতে থালাইভার পাশে বসে আছেন ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তী। দুজনের পিঠে হাত রেখেছেন রজনীকান্ত। দেওয়ালে অসংখ্য ঠাকুর দেবতার ছবি, আছেন বিবেকানন্দ এবং রামকৃষ্ণ। এছাড়া নিজের যৌবনের কয়েকটা ছবি আছে রজনীকান্তের। শোনা যাচ্ছে ২ কেকেআর ক্রিকেটার ভেঙ্কটেশ এবং বরুণকে নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে বলেছেন রজনীকান্ত।
advertisement
একজন ভাল মানুষ হয়ে উঠলে ভাল ক্রিকেটার হওয়া সম্ভব বুঝিয়েছেন। রজনীকান্ত বলেছেন কিভাবে নিজেদের ফোকাস ধরে রাখতে হয়। আসলে তিনি সুপারস্টার হতে পারেন, কিন্তু তিনি একজন প্রেরণাদায়ক মানুষও বটে। প্রচুর জ্ঞান রয়েছে রজনীকান্তের। জীবনে সাফল্য এবং ব্যর্থতা দুটোই দেখেছেন। তাই কেকেআরের তরুণ ক্রিকেটারদের নিজের অভিজ্ঞতা সম্পর্কে ভাগ করেছেন রজনী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 12:50 PM IST










