Bangladesh cricket: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে বিশ্বকাপের আগে চাপে বাংলাদেশ

Last Updated:

Bangladesh cricket: বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচেই নবাগত আমেরিকার বিরুদ্ধে হেরে বেশ চাপে বাংলাদেশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হার বাংলাদেশের।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হার বাংলাদেশের।
হিউস্টন: বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচেই নবাগত আমেরিকার বিরুদ্ধে হেরে বেশ চাপে বাংলাদেশ। টি২০ ক্রিকেটের র‍্যাঙ্কিং অনুযায়ী ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ এবং ১৯ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পাওয়ায় প্রথম বার টি২০ বিশ্বকাপ খেলতে চলেছে আমেরিকা। বাংলাদেশ অবশ্য ৮ বারই বিশ্বকাপে সুযোগ পেয়েছে।
মঙ্গলবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৪৭ বলে ৫৮ রান করেন, মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রান করেন, এ ছাড়া সৌম্য সরকার ১৩ বলে ২০ করে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ এবং হরমীত সিং ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ৩ বল বাকি থাকতেই ১৫৬ রান তুলে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। সিরিজে আরও দুই ম্যাচ বাকি ‘টাইগারদের’। সেই ম্যাচে আপাতত ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের।
advertisement
advertisement
আমেরিকার সিরিজের পরেই বিশ্বকাপের আগে একটি মাত্র ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে। আমেরিকার বিরুদ্ধে হারার পরে গ্রুপ পর্ব খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh cricket: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে বিশ্বকাপের আগে চাপে বাংলাদেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement