KKR vs SRH Qualifier 1: নারিনের মুকুটে নতুন পালক, প্লে-অফের ম্যাচে ব্যাটে-বলে বিরল নজির গড়লেন কেকেআর তারকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
KKR vs SRH Qualifier 1: হায়দরাবাদকে হেলায় হারিয়ে ফাইনালে উঠল কলকাতা। ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের অধিনায়কত্বে কলকাতার আইপিএল জয়ের পিছনেও বড় ভূমিকা ছিল সুনীল নারিনের। আর এ বার ফাইনালে তোলার দিন বিরল নজির গড়লেন সুনীল নারিন।
আহমেদাবাদ: হায়দরাবাদকে হেলায় হারিয়ে ফাইনালে উঠল কলকাতা। এর আগেও তিন বার ফাইনালে উঠেছে কলকাতা। বিশেষ করে ২০১২ এবং ২০১৪ সালে গম্ভীরের অধিনায়কত্বে কলকাতার আইপিএল জয়ের পিছনেও বড় ভূমিকা ছিল সুনীল নারিনের। আর এ বার ফাইনালে তোলার দিন বিরল নজির গড়লেন সুনীল নারিন।
চলতি আইপিএলে ব্যাটে-বলে চমৎকার খেলেছেন কেকেআর তারকা। একটা সময়ে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ- দুই তালিকাতেই ছিলেন সুনীল নারিন। এখন তাঁ সামনে ফাইনাল। হায়দরাবাদ ম্যাচ নিয়ে এই মরসুমে মোট ৪৮২ রান এবং ১৬টি উইকেট নিয়েছেন সুনীল নারিন। ১৬টি উইকেট নিয়ে এক মরসুমে সর্বোচ্চ রান তিনিই করেছেন।
advertisement
advertisement
আইপিএলের এক মরসুমে ৪৫০-এর বেশি রান এবং ১৫টির বেশি উইকেট নেওয়ার তালিকাতেও যোগ হয়েছে সুনীল নারিনের নাম। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু জ্যাক কালিস এবং শেন ওয়াটসনের। শেন ওয়াটসন ২০০৮ সালে ৪৭২ রান করে ১৭টি উইকেট নিয়েছিলেন। কালিস ২০১২ সালে কলকাতার সালে কলকাতার হয়ে ১৫টি উইকেট নেন এবং ৪০৯ রান করেন। দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও এই তালিকায় নাম লেখাতে অসুবিধা হল না নারিনের।
advertisement
প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালে আইপিএল যেতে ওয়াটসনের রাজস্থান, এবং ক্যালিসের পারফরম্যান্সের উপর ভর করে ২০১২ সালে আইপিএল যেতে কেকেআর। এ বার সেই তালিকায় যোগ হল নারিনের নাম, তবে কি এ বার আইপিএল কলকাতায় আসছে?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2024 11:40 PM IST