বিয়ের পর ব্যাটে ধার বেড়েছে দ্বিগুণ! নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রমাণ করলেন অক্ষর
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Axar Patel admits Rahul Dravid and Vikram Rathore helps him to become a better batsman. বিয়ের পর ব্যাটে ধার বেড়েছে দ্বিগুণ! নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রমাণ করলেন অক্ষর
নাগপুর: কদিন আগেই বিয়ে করেছেন অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে ছিলেন না সেই কারণে। কিন্তু বিয়ের পর তার ব্যাটে ধার বেড়েছে দ্বিগুণ সেটা শুক্রবার নাগপুরে প্রমাণ করলেন গুজরাতের অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে ভারতের রান এগিয়ে নিয়ে গেলেন। সিঙ্গল, ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন।
তারপর প্রয়োজনে লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন অনায়াসে। অক্ষর বুঝিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে ও তিনি দায়িত্ব নিতে তৈরি। নয় নম্বরে ব্যাট করতে হলেও যথেষ্ট যোগ্যতা রয়েছে তার রান করার। এর আগেও টেস্ট ক্রিকেটে একটি পঞ্চাশ করেছিলেন। আজ আবার করলেন। কাট, পুল, ড্রাইভ সব রকম শট খেললেন।
‘Pitch will play well till we bat’ – Axar Patel takes HILARIOUS dig at Australia for ‘PITCH TALK’ after stunning Half-century in Nagpur #AxarPatel #INDvsAUS https://t.co/JkGVbNxeUS
— InsideSport (@InsideSportIND) February 10, 2023
advertisement
advertisement
পরে অক্ষর প্যাটেল জানিয়েছেন রাহুল দ্রাবিড় এবং বিক্রম রাঠোর তাকে সবসময় সাহস দেন ব্যাটিং উন্নত করার। ডিফেন্স নিয়ে পরিশ্রম করেছেন। আক্রমণাত্মক শট আগেও খেলতে পারতেন। কিন্তু ডিফেন্স উন্নত করেই আসছে সাফল্য। পেস এবং স্পিন - দুটোর বিরুদ্ধেই তিনি সমান সচ্ছন্দ।
অক্ষরকে নিয়ে প্রশংসা শোনা গেল রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকরের মুখেও। বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট নয়। বছর শেষে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপেও অক্ষর ভারতের চিন্তা কমাবেন সেটা পরিষ্কার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 9:30 PM IST