হল না শেষ রক্ষা! অস্ট্রেলিয়ায় গুরুতর চোট পেয়ে মৃত্যু, ক্রিকেট মহলে গভীর শোক

Last Updated:

Australian club cricketer Ben Austin died in hospital: অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনের সময় এক তরুণ ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু যা ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া ফেলেছে।

News18
News18
অস্ট্রেলিয়ার খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেম শ্রেয়স আইয়ার। এখনও অস্ট্রেলিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় তারকা। এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে এল আরও এক মর্মান্তিক খবর। যা নাড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। অনেকেই একে ফিলিপ হিউজের ঘটনার পুনরাবৃত্তি হিসেবে দেখছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনের সময় এক তরুণ ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু যা ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া ফেলেছে। ১৭ বছর বয়সী বেন অস্টিন মঙ্গলবার দুপুরে ভ্যালি টিউ রিজার্ভে অনুশীলন করছিলেন। খবর অনুযায়ী, তিনি হেলমেট পরে বোলিং মেশিনের সামনে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন, ঠিক সেই সময় একটি দ্রুত গতির বল তার মাথা ও ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি।
advertisement
ফার্নট্রি গুলি ক্রিকেট ক্লাব বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে বেন অস্টিনের মৃত্যুর খবর নিশ্চিত করে। সোশ্যাল মিডিয়ায় ক্লাবটি লিখেছে, “বেনের মৃত্যু আমাদের জন্য এক গভীর আঘাত। তার অনুপস্থিতি আমাদের পুরো ক্রিকেট পরিবার অনুভব করবে।” বেনকে ক্লাবের পক্ষ থেকে একজন প্রতিভাবান খেলোয়াড়, চমৎকার নেতা ও দৃঢ়চেতা তরুণ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি মালগ্রেভ ও এলডন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন এবং ওয়েভারলি পার্ক হকসের হয়ে জুনিয়র ফুটবলেও অংশ নিয়েছিলেন।
advertisement
advertisement
ফার্নট্রি গুলি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আর্নি ওয়াল্টার্স বলেন, “বেন শুধু প্রতিভাবান খেলোয়াড়ই নন, বরং সবার প্রিয় একজন তরুণ ছিলেন।” ভিক্টোরিয়ার শিক্ষা মন্ত্রী বেন ক্যারোল জানিয়েছেন, সরকার এই দুর্ঘটনায় শোকাহত পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহায়তা করবে।
advertisement
এই ঘটনাটি ২০১৪ সালে অস্ট্রেলীয় ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যুর করুণ স্মৃতি ফিরিয়ে এনেছে, যিনি শেফিল্ড শিল্ড ম্যাচ চলাকালে ঘাড়ে বলের আঘাতে প্রাণ হারান। হিউজের মৃত্যুর পর থেকেই ক্রিকেটে কনকাশন বা মাথায় আঘাতজনিত ঝুঁকি নিয়ে নানা নতুন সুরক্ষা ব্যবস্থা চালু হয়। বেন অস্টিনের মৃত্যু সেই আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হল না শেষ রক্ষা! অস্ট্রেলিয়ায় গুরুতর চোট পেয়ে মৃত্যু, ক্রিকেট মহলে গভীর শোক
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement