ভারতকে জব্দ করতে এবার দুর্ধর্ষ অলরাউন্ডার এল অস্ট্রেলিয়া দলে! বিন্দাস মেজাজে ভারত

Last Updated:

Australian all rounder Cameron Green ready for India challenge for 3rd test. ভারতকে জব্দ করতে এবার দুর্ধর্ষ অলরাউন্ডার এল অস্ট্রেলিয়া দলে! বিন্দাস মেজাজে ভারত

ভারতকে চ্যালেঞ্জ দিতে অস্ট্রেলিয়া দলে গ্রিন
ভারতকে চ্যালেঞ্জ দিতে অস্ট্রেলিয়া দলে গ্রিন
ইনদওর: নাগপুর এবং দিল্লিতে তিন দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল ভারত। লজ্জাজনক পরাজয়ের পর এই মুহূর্তে তিন নম্বর টেস্টে কিভাবে সম্মান পুনরুদ্ধার করা যায় সেই চেষ্টায় ক্যাঙ্গারু ব্রিগেড। প্যাট কামিন্স, হ্যাজেলউড নেই। অজি শিবিরের জন্য এল কিছুটা স্বস্তির খবর। তৃতীয় টেস্টে দলে ফিরছেন তাদের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আপাতত ১০০ শতাংশ ফিট তিনি।
গ্রিনের সুস্থতার পাশাপাশি আরও ভাল খবর রয়েছে অজিদের জন্য। তাদের পেস বোলিংয়ের সেরা অস্ত্র মিচেল স্টার্কও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ফলে তৃতীয় টেস্টে তাঁকেও খেলতে দেখা যেতে পারে। হাতের আঙুল ভেঙে যাওয়ার কারণে এতদিন দলের বাইরে রয়েছেন গ্রিন। বক্সিং ডে টেস্টের খেলা চলাকালীন গত বছর মেলবোর্নে হাতে চোট পান তিনি।
advertisement
আরও পড়ুন - `টাকার বেলায় ছেলেদের সমান, খেলার বেলায় বিগ জিরো'! ডায়ানার রোষের মুখে হরমনরা
এনরিখ নরকিয়ার একটি বলে আঙুলে চোট পেয়েছিলেন ২৩ বছর বয়সি অলরাউন্ডার। গ্রিন জানিয়েছেন, আমি গত টেস্টে খেলার খুব কাছাকাছি ছিলাম। তবে আমি মনে করি হাতে অতিরিক্ত একটা সপ্তাহ পেয়ে যাওয়াতে বিষয়টা আমাকে বেশি সাহায্য করেছে। আরও বেশি ফিট হয়েই আমি তৃতীয় টেস্টে নামব। আমি একশো শতাংশ উজাড় করে দেওয়ার জন্য তৈরি রয়েছি।
advertisement
advertisement
গ্রিন টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ভারতের বিরুদ্ধে খেলেছেন। সেখানে ওপেন করতে নেমে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাকে। হাতে প্রচন্ড মার আছে। উচ্চতা ভাল হওয়ার কারণে দারুণ বাউন্স আদায় করে নিতে পারেন উইকেট থেকে।
তবে ভারতের পক্ষ থেকে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যে ফর্মে রয়েছেন তাতে তাদের স্পিন বোলিংয়ের সামনে কতটা টিকতে পারবে অস্ট্রেলিয়ান এই তরুণ অলরাউন্ডার সেই প্রশ্ন থাকবেই। কারণ টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়া আর টেস্ট ক্রিকেটে রান করা এক জিনিস নয়। তাই গ্রিন অস্ট্রেলিয়া দলে এলেও তার সম্পর্কে খুব একটা চিন্তিত নয় ভারতীয় শিবির।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতকে জব্দ করতে এবার দুর্ধর্ষ অলরাউন্ডার এল অস্ট্রেলিয়া দলে! বিন্দাস মেজাজে ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement