ATK Mohun Bagan: ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ এটিকে মোহনবাগানের কোচ হাবাসের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Antonio Lopez Habas resigns as ATK Mohun Bagan coach: শনিবার হাবাস জানিয়ে দেন, তিনি আর এটিকে মোহনবাগানের কোচ থাকছেন না ৷
কলকাতা: শুরুটা ভালোই হয়েছিল এ বছর এটিকে মোহনবাগানের ৷ কিন্তু মাঝপথেই ছন্দ কাটল ৷ যার জেরে কোচের পদ থেকেই পদত্যাগ করলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস ৷ শনিবার তিনি জানিয়ে দেন, আর এটিকে মোহনবাগানের কোচের পদে থাকছেন না ৷ শেষ চার ম্যাচে একটিতেও জিততে পারেন দল ৷ তাই পদত্যাগের সিদ্ধান্ত জানাতে বিশেষ সময় নেননি হাবাস ৷ (ATKMB has released Antonio Habas as the Head Coach for ATK Mohun Bagan) ৷
ATK Mohun Bagan coach Antonio Lopez Habas resigned last night. His resignation has now been accepted. Assistant coach Manuel Cascallana will be the interim coach till a replacement is in place.#Indianfootball
— Marcus Mergulhao (@MarcusMergulhao) December 18, 2021
advertisement
এই মুহূর্তে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে মোহনবাগান ৷ রয় কৃষ্ণাদের পরের ম্যাচ মঙ্গলবার ৷ আপাতত দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন সহকারি কোচ ম্যানুয়েল কাসকালানাই (Antonio Lopez Habas resigns as ATK Mohun Bagan coach)।
advertisement
আইএসএলের অন্যতম সফল কোচের তালিকায় নাম রয়েছে হাবাসের (Antonio López Habas)। কিন্তু চলতি মরশুমে সবুজ-মেরুণ ব্রিগেডকে সেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না। আর সেই কারণেই তাঁর কোচিং নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে মরশুমের মাঝে হাবাস বিদায় নেওয়ায় এরপর কে এটিকে মোহনবাগানের হেড কোচের দায়িত্ব নেবেন, সেটিও যথেষ্ট চিন্তার বিষয় দলের কর্মকর্তাদের কাছে ৷
Location :
First Published :
December 18, 2021 2:22 PM IST