ATK Mohun Bagan : বুধবার সামনে দুরন্ত মুম্বই সিটি, ঘুরে দাঁড়ানোর সংকল্প মোহনবাগান কোচের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohun Bagan coach Juan Ferrando vows strong come back against Mumbai city. বুধবার সামনে দুরন্ত মুম্বই সিটি, ঘুরে দাঁড়ানোর সংকল্প মোহনবাগান কোচের
#কলকাতা: ডুরান্ড কাপের শুরুটা এভাবে হবে এটিকে মোহনবাগানের আন্দাজ করতে পারেননি কেউ। কোটি কোটি টাকার দলের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়বে আই লিগের রাজস্থান ইউনাইটেড, এমনটা ভাবা সত্যিই কঠিন ছিল। কিন্তু মহান অনিশ্চয়তার খেলা ফুটবলে কখন কি হয় গ্যারান্টি নেই। সেরকমই রাজস্থানের কাছে হেরে হৃদয় রক্তক্ষরণ হয়েছে মোহনবাগান সমর্থকদের।
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল এটিকে মোহনবাগান এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। কারণ বুধবার সন্ধ্যায় তাদের বিপক্ষে খেলবে মুম্বই সিটি এফসি। আইএসএলে যাদের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের আজ পর্যন্ত জয় নেই। একটা মাত্র ড্র রয়েছে। হাবসের আমলে মুম্বইয়ের কাছে একবার পাঁচ গোল খেয়েছিল এটিকে মোহনবাগান।
আরও পড়ুন - MQ-9B drones : রক্ত ঝরবে চিন, পাকিস্তানের ! বিধ্বংসী মার্কিন ড্রোন এবার ভারতের হাতে
তাই ঘুরে দাঁড়ানোর ম্যাচে সবুজ মেরুনের লড়াইটা রীতিমতো কঠিন। মুম্বই ভারতীয় নৌ সেনাকে ৪-১ হারিয়েছে। জোড়া গোল করেছিলেন চাংতে। এছাড়াও গোল পেয়েছিলেন স্টুয়ার্ট এবং বিক্রম প্রতাপ। আহমেদ জাহু, বিপিন সিং, রাহুল ভেকেদের মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছে দলটায়।
advertisement
advertisement
Work to be put in ⚽️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/MNNLNKuEDS
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 22, 2022
সেখানে মোহনবাগানকে জয় তুলে নিতে হলে যেমন গোলের সুযোগ কাজে লাগাতে হবে, তেমনই পোগবা, হ্যামিল, প্রীতমদের ডিফেন্স আরও মজবুত করতে হবে। মঙ্গলবার হুয়ান জানিয়েছেন, নিজের দলের ছেলেদের ওপর বিশ্বাস আছে তার। মাঝের দুদিন অনুশীলনে ভুল ত্রুটি শুধরানোর ওপর জোর দেওয়া হয়েছে। সমর্থকদের একটু ধৈর্য ধরতে অনুরোধ করেছেন তিনি।
advertisement
পাশাপাশি কিয়ান, লিস্টন, মনবীর সিং রাই গোল করে দলকে জেতাবেন আশাবাদী স্প্যানিশ কোচ। মুম্বইয়ের বিরুদ্ধে অতীত রেকর্ড মনে রাখতে চান না তিনি। বুধবার নিজেদের সেরা ফুটবল খেলে কামব্যাক করতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড।
পাশাপাশি তরুণ ফুটবলার খেলানোর কারণে তার সমালোচনা হলেও হুয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই প্রক্রিয়া চলবে। কারণ তরুণদের তৈরি রাখা আইএসএল এবং এএফসি কাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Location :
First Published :
August 23, 2022 3:59 PM IST