MQ-9B drones : রক্ত ঝরবে চিন, পাকিস্তানের ! বিধ্বংসী মার্কিন ড্রোন এবার ভারতের হাতে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
American MQ 9B drones are almost on the final stage of deal with India. চিন, পাকিস্তানকে জব্দ করতে এবার ঘাতক ড্রোন আসছে ভারতের হাতে! তৈরি সেনা
#নয়াদিল্লি: একদিকে পাকিস্তান, অন্যদিকে চিন। জোড়া শত্রুর মোকাবিলায় ভারতীয় সেনার কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জটা বেশ কঠিন। আমেরিকার তৈরি ‘এমকিউ-৯ রিপার’ নামের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন কিনছে ভারত। এর জন্য প্রায় ৩০০ কোটি ডলার খরচ করতে হয়েছে সরকারকে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে বিবাদের জেরে শিগগিরই ভারতের হাতে আসতে পারে এই শক্তিশালী মার্কিন ড্রোন।
এমনটাই জানিয়েছেন ড্রোনের চুক্তি সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। গত দুই দশকে তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা মহম্মদ ওমর থেকে সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদ সহ অনেকেই আমেরিকার এ ড্রোনের ‘শিকারের’ তালিকায় রয়েছেন। কয়েকদিন আগে কাবুলে লাদেনের গুরু আল জাওয়াহিরিকেও মারার কাজে ব্যবহার হয়েছিল এই ড্রোন।
সেই ড্রোনই এবার নিয়ে আসছে ভারত। কেন্দ্রীয় সরকারের নির্দেশে ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য ‘এমকিউ-৯বি’, ‘সি গার্ডিয়ান’ এবং ‘স্কাই গার্ডিয়ান’ নামের এসব ড্রোন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে জেনারেল অ্যাটোমিক্স গ্লোবাল করপোরেশনের কর্মকর্তা বিবেক লাল জানান, এই ড্রোন নিয়ে ভারত ও আমেরিকার সরকারের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত।
advertisement
advertisement
আমেরিকার তৈরি এই ড্রোন ‘এমকিউ-৯ রিপার’ ৫০ হাজার ফুট উচ্চতায় টানা ২৭ ঘণ্টা উড়তে পারে। এর সর্বোচ্চ বহন ক্ষমতা রয়েছে এক হাজার ৭৪৬ কিলোগ্রাম। এই ড্রোন ব্যবহার করে সাত হাজার ৫০০ কিলোমিটার উপকূল রেখা বরাবর নজরদারি চালানো যাবে।
#India to purchase #MQ9B drones from the #UnitedStates https://t.co/QNaaamgK8K pic.twitter.com/6v6rMnxppl
— Newscast Pratyaksha (@NewscastGlobal) August 23, 2022
advertisement
আমেরিকা ছাড়া সম্প্রতি এই ড্রোন ব্যবহার করছে ইতালি, ফ্রান্স ও স্পেনের বিমানবাহিনী। এবার সেই তালিকায় ঢুকতে চলেছে ভারতও। চিন এবং পাকিস্তানের তরফে সামুদ্রিক রাস্তায় সাবমেরিন হামলার ইঙ্গিত পেলে আকাশ থেকেই জবাব দিতে পারবে এমকিউ-৯।
উল্লেখ্য গত এক বছর ধরে আমেরিকার থেকে লিজে দুটি এমকিউ-৯ নিয়েছিল ভারত। ভারত মহাসাগর এবং পাহাড়ি এলাকায় এর পারফরমেন্স খুঁটিয়ে দেখা হয়েছে। প্রতিরক্ষা দফতরের কাছে রিপোর্ট জমা করার পর সবুজ সংকেত পাওয়া গেছে কেনার ক্ষেত্রে। বিশেষ করে ভারত মহাসাগর এলাকায় চিন যেভাবে উপস্থিতি বাড়িয়েছে তাতে ভারতীয় সেনার কাছে এই ড্রোন গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে।
Location :
First Published :
August 23, 2022 2:06 PM IST