মোহনবাগানকে বার্সেলোনা বানাতে গিয়ে ডোবাচ্ছেন কোচ! একাধিক অজুহাত লেগে আছে মুখে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
ATK Mohun Bagan coach Juan Ferrando still not ready to accept his fault in ISL. কোচের গোয়ার্তুমির মূল্য দিতে হচ্ছে মোহনবাগানকে
#কলকাতা: লাখ লাখ মোহনবাগান সমর্থকদের বিরক্তি ক্রমশ বেড়ে চলেছে। দলের ড্র নয় হার আর নিতে পারছেন না তারা। খাতায় কলমে এখনও চার নম্বরে রয়েছে দল। কিন্তু যেভাবে টানা পয়েন্ট হারাচ্ছে তাতে কোচ হুয়ান ফেরান্ডোর স্ট্রাটেজি নিয়ে বিরক্তি অব্যাহত। আগামী দু’টি ম্যাচে ঘরের মাঠে খেলবে এটিকে মোহনবাগান। শনিবার সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ওড়িশা এফসি।
তারপর ৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসি’র চ্যালেঞ্জ সামলাবে হুয়ান ফেরান্দো-ব্রিগেড। এই দু’টি ম্যাচ থেকে যে কোনও মূল্যে ছয় পয়েন্ট চাইছে এটিকে মোহনবাগান। বুধবার কড়া প্র্যাকটিস হল এটিকে মোহনবাগানে। সেটপিস মুভমেন্ট কাজে লাগানোর ব্যাপারে ফুটবলারদের বিশেষ পরামর্শ দিয়েছেন স্প্যানিশ কোচ।
আরও পড়ুন - অ্যাডাল্ট ওয়েবসাইট দেখা নিয়ে বিদ্রোহ শুরু ব্রিটেনে! কড়া আইন আনতে চান ঋষি
এছাড়া দূরপাল্লার শট নিখুঁত করে তোলার লক্ষ্যে ছিলেন বোমাস, ফারদিনরা। দলের সাইড ব্যাক শুভাশিস বসু জানান, নক-আউটে যাওয়ার অন্যতম দাবিদার ওড়িশা। সুনীল ছেত্রীরাও ওই পর্বে যেতে পারে। তাই আশা করছি, দু’টি ম্যাচেই প্রতিপক্ষ ওপেন ফুটবল খেলবে। জয়ের জন্য আমরা মরিয়া। জানি, এই দু’টি ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে নক-আউটের পথ প্রশস্ত হবে।
advertisement
advertisement
তবে যে কোনও কারণেই হোক, গোল আসছে না। চেন্নাইয়ানের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও আমরা গোল খাইনি। রক্ষণের খেলায় উন্নতি হচ্ছে। তবে জেতার জন্য বিপক্ষের জালে বল জড়ানো প্রয়োজন। সেই দায়িত্ব নিতে হবে আমাদেরই। শুভাশিসের বক্তব্যের মধ্যেই স্পষ্ট যে, ধারাবাহিকভাবে গোল না করতে পারার জন্যই মোহনবাগান লিগ তালিকার কাঙ্ক্ষিত জায়গায় নেই।
advertisement
দলের অপর খেলোয়াড় হুগো বোমাসের কণ্ঠেও শুভাশিসের প্রতিধ্বনি। তবে আপফ্রন্টের ব্যর্থতার কথা স্বীকার করতে নারাজ কোচ হুয়ান ফেরান্দো। এদিন মোহন বাগানের নির্ভরযোগ্য মিডফিল্ডার হুগো বোমাস বলেছেন, ওড়িশা ভালো দল। প্রথম পর্বে ওদের হারাতে পারিনি।
ডিয়েগো মরিসিও বেশ বিপজ্জনক স্ট্রাইকার। বক্সের মধ্যে ওকে জায়গা দিলে বিপদ অনিবার্য। আশা করি, ডিফেন্ডাররা মরিসিওকে নিষ্প্রভ করে রাখতে সফল হবে। ওড়িশার বিরুদ্ধে জিততে না পারলে ঘরের মাঠে সমর্থকদের গো ব্যাক আওয়াজ শুনতে হতে পারে মোহনবাগান কোচকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 4:39 PM IST