ATK Mohun Bagan ISL : লক্ষ্য ডার্বি জয়, ড্র করেও তাই হতাশ হতে নারাজ মোহনবাগান কোচ হুয়ান
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ATK Mohun Bagan coach Juan Ferrando now targets Kolkata Derby. ওড়িশার বিরুদ্ধে জিততে না পারলেও ডার্বি জয়ের ছক কষছেন হুয়ান
ঘরে এসেছে একটি পয়েন্ট। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরেছিল ওড়িশা। বেশ কিছু সুযোগ পেয়ে গিয়েছিল তারা। ম্যাচটা হয়তো জিততে পারত তারাও। তবে হতাশ হতে রাজি নন কোচ হুয়ান ফেরান্ডো। স্প্যানিশ হেডস্যার বলেছেন এক একটা দিন এমন হয়। সবকিছু ঠিক হয়েও কাঙ্খিত গোল পাওয়া যায় না। অনেকে অবাক করেছে ৬০ মিনিটে রয় কৃষ্ণকে তুলে নেওয়ার সিদ্ধান্ত।
advertisement
advertisement
হুয়ান জানিয়েছেন আসলে দীর্ঘদিন বাদে ম্যাচে নেমে কিছুটা ফিটনেস সমস্যা হচ্ছিল কৃষ্ণের। জোর করে মাঠে রাখলে চোট পেতে পারত। তাই ঝুঁকি নেওয়া হয়নি। মাঝে পাঁচটা দিন সময়। আগামী শনিবার ফিরতি ডার্বি ইস্টবেঙ্গলের বিপক্ষে। প্রথম সাক্ষাতে হাবাসের মোহনবাগানের কাছে ৩ গোলে হেরেছিল লাল হলুদ। তারপর অনেক পট পরিবর্তন হয়েছে।
advertisement
ইস্টবেঙ্গল নতুন কোচ নিয়োগ করেছে। এফসি গোয়াকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে। মারিও রিভেরা দলটাকে একটা সূত্রে গাঁথার চেষ্টা করছেন। মোহনবাগান ম্যানেজার হিসেবে ফেরান্ডো প্রথম চারে থাকতে গেলে আর পয়েন্ট নষ্ট করা যাবে না। সম্মানের ডার্বি জিততেই হবে। কিন্তু এবারের ইস্টবেঙ্গল অনেক বেশি তৈরি থাকবে জানেন তিনি।
কিন্তু আগামী শনিবার কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরবেন ফরাসি মিডিও হুগো বুমু। খেলতে পারেন ডিফেন্ডার সন্দেশ ঝিংহান। ফেরান্ডো পড়াশোনা শুরু করে দিয়েছেন কলকাতা ডার্বি নিয়ে। জানেন এই ম্যাচটার মূল্য সমর্থকদের কাছে কতটা। তাছাড়া প্লে অফ যেতে হলে জেতা ছাড়া রাস্তা নেই।
advertisement
তাই ওড়িশার বিরুদ্ধে ড্র করে পেছনে তাকাতে চান না স্প্যানিশ ম্যানেজার। মাঝের কয়েকটা দিনে অনুশীলনে আরও বেশি করে ফিনিশিং এবং বল দখলে রাখার ওপর জোর দিতে চান। পাশাপাশি সেট পিস মুভেও উন্নতির প্রয়োজন আছে মনে করেন তিনি। সোমবার রাতে হায়দ্রাবাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল চার গোল হজম করলেও ডার্বি অন্য লড়াই বলছেন মোহনবাগান কোচ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2022 10:41 PM IST