Asian Games 2023: বাড়ি ফিরলেন সোনার মেয়ে তিতাস, এবার লক্ষ্য আগামীর প্রস্তুতি

Last Updated:

Asian Games 2023: তিতাসের চুঁচুড়া ক্লাবের কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘তিতাস সব সময় শান্ত থাকে। মাথা ঠাণ্ডা রাখে। বল করে মার খেলে বা উইকেট পেলে একই রকম থাকে। ’’

+
এশিয়ান

এশিয়ান গেমস এর সর্ন পদক হাতে তিতাস সাধু

হুগলি: দেশকে সোনা জিতিয়ে ঘরের মেয়ে ফিরেছে ঘরে। বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ চুঁচুড়ার কলেজ রোডের বাড়িতে এসে পৌঁছান বাংলার তথা দেশের তুখোড় মহিলা ফাস্ট বোলার তিতাস সাধু। এশিয়ান গেমসে তিতাসের দুর্দান্ত পারফরম্যান্স নজির তৈরি করেছে। তবে এখনই আনন্দে আত্মহারা হওয়ার সময় নয় বরং এই সময় আরও কঠিন পরিশ্রমের। এমনটাই জানাচ্ছেন তিতাসের বাবা৷ এটাই মত  তিতাসের নিজের। তাই  বাড়ি ফিরেই ট্রেডমিলে দৌড়ে শরীর চর্চার উপর মনোনিবেশ করছে তিতাস।
এশিয়ান গেমসে শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল ম্যাচে ৪ ওভার বল করে একটি মেডেন ওভার, ৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন বাঙালি ফাস্ট বোলার তিতাস সাধু। তিতাসের আগুনে স্পেলে ভেঙে পরে শ্রীলঙ্কা। জয়ের লক্ষ্যে ১১৭ রান তাড়া করতে গিয়ে ৯৭ রানে শেষ হয় তাদের ইনিংস। তিতাসের প্রথম ওভারে মেডেন ও ২ উইকেটের ধাক্কা সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ফল, প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা জয় ভারতের।
advertisement
advertisement
বাড়ি পৌঁছে তিতাস বলেন, ‘‘আমার উপর কোনও চাপ ছিল না। আমাকে যতটা করতে বলা হয়েছিল সেটাই করেছি। আর তাতেই সাফল্য পেয়েছি।সামনেই ঘরোয়া ক্রিকেট আছে সেদিকে এবার ফোকাস করব। আগামী দিনে জাতীয় দলে টানা খেলে যাওয়া আমার লক্ষ্য।এই সুযোগটাকে কাজে লাগাতে পেরেছি এতেই আমি খুশি। ভালর কোনো শেষ নেই। তবে চাইব যেন আরও ভাল করতে পারি।’’
advertisement
তিতাসের বাবা রনজয় সাধু বলেন, ‘‘একটা বাচ্চা মেয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছে এটাই বড় কথা। সুযোগ পাওয়া প্রথম কাজ হলে দ্বিতীয় কাজ হল ছাপ ফেলে আসা।সেটা তিতাস করতে পেরেছে। দলে সুযোগ পেয়ে সেটা ধরে রাখা আরও বড় বিষয়। ওর পারফরমেন্স ভাল হলে সবাই ভাল বলবে।ডাক পাওয়াটা আমাদের হাতে নেই। তবে ডাক পেলেই যেন ওর সেরাটা দিতে পারে সেটাই আশা করব।’’
advertisement
তিতাসের চুঁচুড়া ক্লাবের কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘তিতাস সব সময় শান্ত থাকে। মাথা ঠাণ্ডা রাখে। বল করে মার খেলে বা উইকেট পেলে একই রকম থাকে। এটাই একজন খেলোয়াড়ের ভাল গুণ। অতিরিক্ত উচ্ছ্বাস যেমন ভাল না আবার ভেঙে পরলেও খারাপ। এশিয়ান গেমসে খেলতে যাওয়ার পর ফোনে কথা হয়েছে একাধিকবার। একটাই কথা তিতাসকে বলেছি নিজের স্বাভাবিক খেলাটা খেলে যাও। এশিয়ান গেমসে সোনা জয় অবশ্যই বড় বিষয়।তবে নতুন ম্যাচে খেলতে নামলে আগের ম্যাচ ভুলে যেতে হয়।নতুন করে শুরু করতে হয়।তিতাস সেটাই করে চলবে আর সাফল্য আসবে আশা করি।’’
advertisement
তিতাস, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর, সহ অধিনায়ক স্মৃতি মনদানাদের সঙ্গে পাকাপাকি ভাবে রুম শেয়ার করতে করতে চলেছেন তা আর বলার অপেক্ষা রাখে না, বাংলার এই অষ্টাদশী আগামীর তারকা।
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: বাড়ি ফিরলেন সোনার মেয়ে তিতাস, এবার লক্ষ্য আগামীর প্রস্তুতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement