Asian Games 2023: পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে সোনা-রুপো দুই ভারতের, পদক পেলেন ওজাস ও অভিষেক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সোনা ও রুপ দুই ভারতের। সোনা জিতলেন ওজাস দেওতালে। সেই ইভেন্টেই রুপো পেলেন অভিষেক বর্মা। Asian Games 2023 ojas pravin deotale won gold abd abhishek sharma won silver medal in Archery men s Individual Compound Event.
শনিবার এশিয়ান গেমসে সকাল থেকেই খের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। মহিলাদের তিরন্দাজিতে সোনা ও ব্রোঞ্জ জেতার পর এবার পুরুষদের তিরন্দাজি থেকেও এল জোড়া পদক। পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সোনা ও রুপ দুই ভারতের। সোনা জিতলেন ওজাস দেওতালে। সেই ইভেন্টেই রুপো পেলেন অভিষেক বর্মা। এই জোড়া পদক জয়ের ফলে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৯।
এদিন পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে লড়াইটা ছিল দুই ভারতীয়র। সোনা ও রুপো দুই নিশ্চিৎ থাকলেও ওজাস ও অভিষেকের মধ্যে কে সোনা আর কে রুপো জেতে সেটাই ছিল দেখার। ফাইনালের দুই ভারতীয় কিন্তু একে অপরকে ছেড়ে কথা বলেননি। হাড্ডাহাড্ডি লড়াই হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত সোনা জেতেন ওজাস দেওতালে ও রুপো জেতেন অভিষেক বর্মা। ফাইনালের খেলার ফল ১৪৯-১৪৭।
advertisement
🏹🇮🇳 𝗖𝗢𝗠𝗣𝗟𝗘𝗧𝗜𝗡𝗚 𝗧𝗛𝗘 𝗣𝗘𝗥𝗙𝗘𝗖𝗧 𝗦𝗘𝗧! Triple Gold triumph for the World Champion Ojas Pravin Deotale at the Asian Games 2022!
🥇Mixed Team.
🥇Men’s Team.
🥇Men’s Individual.➡️ Follow @sportwalkmedia for schedule, results, medals and record alerts.… pic.twitter.com/NFaqC2T8Ds
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023
advertisement
advertisement
🏹 🇮🇳 𝗔 𝗳𝗶𝗻𝗮𝗹 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘄𝗲 𝘄𝗶𝘀𝗵𝗲𝗱 𝗳𝗼𝗿 𝗯𝗼𝘁𝗵 𝘁𝗼 𝗲𝗺𝗲𝗿𝗴𝗲 𝘃𝗶𝗰𝘁𝗼𝗿𝗶𝗼𝘂𝘀! A stellar performance from Abhishek Verma in an all-Indian final, making the nation proud!
➡️ Follow @sportwalkmedia for schedule, results, medals and record alerts.… pic.twitter.com/G3sGJQKMbk
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023
advertisement
প্রসঙ্গত, এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা ইতিমধ্যেই ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন। একশো পদক নিশ্চিৎ করার পাশাপাশি তা আরও কতটা বেশি করা যায় সেটাই শেষ দিনে লক্ষ্য ভারতীয় অ্যাথলিটদের। শেষ দিনে কুস্তি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, কবাডি সহ একাধিক ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। আর দিনের শুরুতে তিরন্দাজি থেকে ২ সোনা ও ১ রুপো ১ ব্রোঞ্জ জিতে দুরন্তভাবে করল ভারত। ১০০ পদক থেকে বাকি মাত্র আর ১।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2023 8:55 AM IST










