Asian Games 2023: রবিবার চিনে মেগা ইতিহাস, এশিয়ান গেমসে একদিনে সবচেয়ে পদক জিতল ভারত

Last Updated:

Asian Games 2023: এদিন ভারত বিভিন্ন বিভাগ মিলিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ১৫ টি পদক পেয়েছে একদিনে৷  যা এখনও পর্যন্ত ভারতের এশিয়ান গেমসের মঞ্চে একদিনে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড৷

ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল রুপো পেল
ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল রুপো পেল
নয়াদিল্লি: ২-০ এগিয়ে থেকেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলকে৷ ফাইনালে চিনের বিরুদ্ধে ২-৩ হেরে গেল টিম ইন্ডিয়া৷ কিন্তু তাতেও ইতিহাস তৈরি হয়ে গেল৷ এই প্রথম এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে রুপো পেল ভারত৷
ভারতীয় ব্যাডমিন্টন দলে লক্ষ্য সেন. স্বস্তিক-চিরাগ জুটি জেতে৷ তিন্তু শ্রীকান্ত, কপিলা-প্রতীকের জুটি, এবং মঞ্জুনাথ হেরে যায়৷
এদিকে এদিন ভারত বিভিন্ন বিভাগ মিলিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ১৫ টি পদক পেয়েছে একদিনে৷  যা এখনও পর্যন্ত ভারতের এশিয়ান গেমসের মঞ্চে একদিনে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড৷
advertisement
advertisement
তাজিন্দর পাল সিং এশিয়ান গেমসে দেশকে এনে দিলেন সোনা শটপাটে তাঁর সোনা জয়ের সঙ্গে ভারত এবারের এশিয়ান গেমসে সোনা জয়ের তালিকায় ১৩ তম সোনা জিতল৷ এদিন ফাইনাল থ্রোতে ২০.৩৬ মিটার গোলা ছোঁড়েন তিনি৷
আজ ভারত সোনা পেয়েছে ৩ টি, রুপো পেয়েছে ৭ টি, ব্রোঞ্জ মেডেল পেয়েছে ৫ টি৷
advertisement
তাজিন্দার সিং তুর চতুর্থ ভারতীয় শটপাটার হিসেবে সোনা পেলেন এশিয়ান গেমসের মঞ্চ থেকে৷ এর আগে শেষবার বাহাদুর সিং চৌহান ১৯৭৮-৮২ সালে শটপাটে সোনা পেয়েছিলেন৷
advertisement
এদিকে ভারতীয় মহিলা অ্যাথলিট হরমিলান বংশ ১৫০০ মিটার ফাইনালে রুপোর পদক পেলেন৷ ওই একই বিভাগে ব্রোঞ্জও ভারতীয়দেরই৷
পুরুষদের লং জাম্পে ভারতের মুরলী শ্রীশঙ্করের রুপো,  ডিসকাস থ্রোতে সীমা পুনিয়া ব্রোঞ্জ পদক পান৷ মহিলাদের হেপ্টাথেলনে নন্দিনী আগরসারা ব্রোঞ্জ জিতলেন৷
একের পর এক পদক জয়ের ফলে ভারত রবিবার মোট পদকের সংখ্যায় হাফ সেঞ্চুরি পার করে ফেলল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: রবিবার চিনে মেগা ইতিহাস, এশিয়ান গেমসে একদিনে সবচেয়ে পদক জিতল ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement