India vs Bangladesh: দাঁড়াতেই পারল না বাংলাদেশ, এশিয়ান গেমসের ফাইনালে উঠতে ভারতের টার্গেট ৯৭

Last Updated:

Asian Games 2023 India vs Bangladesh: এশিয়ান গেমসের সেমি ফাইনালে ভারতের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ভারতীয় স্পিন অ্যাচাকের সামনে রীতিমত 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা বাংলাদেশের। ২০ ওভারে কোনও ক্রমে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করল পারভেজ হোসেন, সঈফ হাসানরা।

ভারত বনাম বাংলাদেশ
ভারত বনাম বাংলাদেশ
এশিয়ান গেমসের সেমি ফাইনালে ভারতের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ভারতীয় স্পিন অ্যাচাকের সামনে রীতিমত ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা বাংলাদেশের। ২০ ওভারে কোনও ক্রমে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করল পারভেজ হোসেন, সঈফ হাসানরা। ভারতের হয়ে সর্বোচ্চ সাই কিশোর। এছাড়া ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। বাকি শিবম দুবে বাদে সকলেই একটি করে উইকেট নিয়েছেন।
টস জিতে এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা প্রমাণ করে দেয় দলের বোলাররা। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সেভাবে কোনও বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি। ৫০ রান হওয়ার আগেই অর্ধেক বাংলাদেশ দল সাজঘরে ফেরত চলে যায়।
advertisement
advertisement
এদিন বাংলাদেশ ব্যাটিং লাইনে সর্বোচ্চ স্কোর জাকের আলির ২৪ রান। এছাড়া পারভেজ হোসেন করেন ২৩ রান ও রাকিবুল হাসান করেন ১৪ রান। এছাডা কোনও বাংলাদেশ ব্যাটার ২ অঙ্কের রানে পৌছতে পারেনি। ভারতের হয়ে সাই কিশোর ৩টি ও ওয়াশিংটন সুন্দর ২ টি উইকেট পান। ভারতীয় দলে স্পিনাররাই বাংলাদেশের ৮টি উইকেট নেয়। বাংলার স্পিনার শাহবাজ আহমেদ পান একটি উইকেট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: দাঁড়াতেই পারল না বাংলাদেশ, এশিয়ান গেমসের ফাইনালে উঠতে ভারতের টার্গেট ৯৭
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement