India vs Bangladesh: দাঁড়াতেই পারল না বাংলাদেশ, এশিয়ান গেমসের ফাইনালে উঠতে ভারতের টার্গেট ৯৭
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asian Games 2023 India vs Bangladesh: এশিয়ান গেমসের সেমি ফাইনালে ভারতের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ভারতীয় স্পিন অ্যাচাকের সামনে রীতিমত 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা বাংলাদেশের। ২০ ওভারে কোনও ক্রমে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করল পারভেজ হোসেন, সঈফ হাসানরা।
এশিয়ান গেমসের সেমি ফাইনালে ভারতের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ভারতীয় স্পিন অ্যাচাকের সামনে রীতিমত ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা বাংলাদেশের। ২০ ওভারে কোনও ক্রমে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করল পারভেজ হোসেন, সঈফ হাসানরা। ভারতের হয়ে সর্বোচ্চ সাই কিশোর। এছাড়া ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। বাকি শিবম দুবে বাদে সকলেই একটি করে উইকেট নিয়েছেন।
টস জিতে এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা প্রমাণ করে দেয় দলের বোলাররা। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সেভাবে কোনও বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি। ৫০ রান হওয়ার আগেই অর্ধেক বাংলাদেশ দল সাজঘরে ফেরত চলে যায়।
advertisement
advertisement
এদিন বাংলাদেশ ব্যাটিং লাইনে সর্বোচ্চ স্কোর জাকের আলির ২৪ রান। এছাড়া পারভেজ হোসেন করেন ২৩ রান ও রাকিবুল হাসান করেন ১৪ রান। এছাডা কোনও বাংলাদেশ ব্যাটার ২ অঙ্কের রানে পৌছতে পারেনি। ভারতের হয়ে সাই কিশোর ৩টি ও ওয়াশিংটন সুন্দর ২ টি উইকেট পান। ভারতীয় দলে স্পিনাররাই বাংলাদেশের ৮টি উইকেট নেয়। বাংলার স্পিনার শাহবাজ আহমেদ পান একটি উইকেট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2023 9:05 AM IST