Asian Games 2023: এশিয়ান গেমসে পদক জয় নিশ্চিৎ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asian Games 2023: এশিয়ান গেমসে নয়া ইতিহাস রচনা করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশে দুরমুশ করে প্রতিযোগিতার ফাইনালে জায়গা পাকা করে নিল হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, শেফালি বর্মারা। একইসঙ্গে এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের অন্তর্ভুক্তির প্রথমবারেই পদক জয় নিশ্চিৎ করল মহিলা টিম ইন্ডিয়া।
এশিয়ান গেমসে নয়া ইতিহাস রচনা করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশে দুরমুশ করে প্রতিযোগিতার ফাইনালে জায়গা পাকা করে নিল হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, শেফালি বর্মারা। একইসঙ্গে এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের অন্তর্ভুক্তির প্রথমবারেই পদক জয় নিশ্চিৎ করল মহিলা টিম ইন্ডিয়া। ফাইনালে সোনা বা রুপো জয় নিশ্চিত ভারতের মেয়েদের। গতবছর কমনওয়েলথে রুপো জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান গেমসে সোনা জয় দেখার আশায় দেশবাসী।
এদিন ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু সেই সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়। ভারতের বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। ১৭.৫ ওভারে মাত্র ৫১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ মহিলা দল। সর্বোচ্চ স্কোর অধিনায়ক নিগার সুলতানার ১২। দলের ৫ জন ক্রিকেটার আউট হন শূন্য রানে।
advertisement
🏏🇮🇳 𝗛𝗜𝗦𝗧𝗢𝗥𝗬 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗠𝗔𝗞𝗜𝗡𝗚! Indian women’s cricket team has assured us of a 🥇 or a 🥈 after qualifying for the final by defeating Bangladesh in a comprehensive fashion in the semi-finals.
👏 Go for gold, girls!@BCCIWomen @19thAGofficial @Media_SAI… pic.twitter.com/gXKlP0XOgu
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 24, 2023
advertisement
advertisement
ভারতের হয়ে এদিন রীতিমত আগুন ঝরান পুজা বস্ত্রকর। একাই ৪ টি উইকেট শিকার করেন বাংলাদেশের। এছাড়া ভারতীয় বোলিং অ্যাটাকে ১টি করে উইকেট নেন তিতাস সাধু, অমনজিৎ কউর, রাজেশ্বরী গায়কোয়াড় ও দেবিকা বৈদ্য। ৫২ রানের টার্গেট যে ভারত খুবই সহজে চেজ করে ফেলবে তা জানাই ছিল।
advertisement
রান তাড়া করতে নেমে একটু ঠান্ডা মাথাতেই শুরু করেন দুই ভারতীয় ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মন্ধনা। তবে ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি স্মৃতি। ৭ রান করেি আউট হন তিনি। ১৯ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। এর পর শেফালি বর্মা ও জেমাইমা রড্রিগেজ মিলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ১৭ রান করে আউট হন শেফালি। জেমাইমা ও কণিকা আহুজা মিলে দলকে জয় এনে দেন। ২০ রানে জেমাইমা ও ১ রানে কণিকা অপরাজিত থাকেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 9:15 AM IST