Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক, ১০মি এয়ার রাইফেলে দলগত বিভাগে রুপো জয় রমিতা-মেহুলি-আশির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asian Games 2023: উদ্বোধনী অনুষ্ঠানের পরই রবিবার সকাল কসকাল ভারতের জন্য সুখবর। এবারের এশিয়ান গেমসে ভারত নিশ্চিৎ করল তাদের প্রম পদক। ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জয় নিশ্চিৎ করলেন রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে।
২৩ তারিখ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়েছে এশিয়ান গেমস ২০২৩-এর। যদিও ১৯ তারিখ থেকেই ফুটবল, ক্রিকেট সহ আরও বেশ কিছু খেলা শুরু হয়ে গিয়েছিল। তবে উদ্বোধনী অনুষ্ঠানের পরই রবিবার সকাল কসকাল ভারতের জন্য সুখবর। এবারের এশিয়ান গেমসে ভারত নিশ্চিৎ করল তাদের প্রথম পদক। ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্টে রুপো জিতলেন রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে।
এদিন হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোয়ালিফিকেশন রাউন্ডে থেকেই ছন্দে ছিলেন ভারতীয় মহিলা শুটাররা। অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে একের পর লক্ষ্যভেদ করছিলেন। রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে ত্রয়ী মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডের শেষে ১৮৮৬ এর স্কোর করে সিলভার পদক জয় নিশ্চিৎ করেন। এই বিভাগে চিন এর সঙ্গো ১৮৯৬.৬ স্কোর করে গোল্ড জিতেছে এবং মঙ্গোলিয়া ১৮৮০ এর স্কোর করে ব্রোঞ্জ জিতেছে।
advertisement
🇮🇳😍 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗙𝗢𝗥 𝗜𝗡𝗗𝗜𝗔! And so it begins as Ashi Chouksey, Mehuli Ghosh, and Ramita clinch 🥈 in the 10m Air Rifle Women’s Team event at the Asian Games 2022.
🙌 The trio accumulated 1886 points to finish second! @GhoshMehuli @issf_official @OfficialNRAI… pic.twitter.com/eDAE8HD7rH
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 24, 2023
advertisement
advertisement
এই সাফল্যে ফলে ১০মি এয়ার রাইফেলের ব্যক্তিতগত বিভাগের ফাইনালেও যোগ্যাতা অর্জন করেছেন রমিতা ও মেহুলি। ৬৩১.৯ স্কোর করে রমিতা ও ৬৩০.৮ স্কোর করে মেহুলি ফাইনালের টিকিট পাকা করে। রমিতা শেষ করেন দ্বিতীয় স্থানে ও মেহুলি পঞ্চম স্থানে। অন্যদিকে ২৯তম স্থানে শেষ করায় ব্যক্তিগত বিভাগের ফাইনালে জায়গা করতে পারেননি। ভারতীয় সময় সকলা ৯.১৫ মিনিট থেকে এই ফাইনাল শুরু হওয়ার কথা। ব্যক্তিগিত বিঙাগে রমিতা ও মেহুলির কাছে পদকের আশায় গোটা দেশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 8:40 AM IST