Asian Games 2023: মহিলাদের তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি, একই ইভেন্টে ব্রোঞ্জ অদিতির
- Published by:Sudip Paul
Last Updated:
এশিয়ান গেমসের শেষ দিনটা দুরন্ত শুরু করল ভারত। শুক্রবারই নিশ্চিৎ হয়ে গিয়েছিল ভারতের একশো পদক জয়। শেষ দিনে সকাল সকাল এল সোনা। মহিলাদের তিরন্দাজির কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম। Asian Games 2023 India s Jyothi Surekha Vennam won Gold Medal in Archery Womens Individual Compound Event.
এশিয়ান গেমসের শেষ দিনটা দুরন্ত শুরু করল ভারত। শুক্রবারই নিশ্চিৎ হয়ে গিয়েছিল ভারতের একশো পদক জয়। শেষ দিনে সকাল সকাল এল সোনা। মহিলাদের তিরন্দাজির কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম। ফাইনালে কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতেন জ্যোতি। ম্যা চের ফলাফল জ্যোতি ১৪৯, এবং চিয়েউন ১৪৫। তিরন্দাজির একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অদিতি স্বামী।
এই ইভেন্টে পদক জয় আগেই নিশ্চিৎ ছিলষ এবার তা সোনা হয় না রুপো সেটাই ছিল দেখারষ ফাইনের ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম ও কোরিয়ার চিয়েউনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একের পর এক লক্ষ্যভেদ করতে থাকেন জ্যোতি। মাঝে একটা সময় সমানে সমানে টক্কর দিচ্ছিলেন কোরিয়ার প্রতিপক্ষ। তবে শেষ পর্যন্ত ১৪৯-১৪৫ ব্যবধানে জয়ের হাসি হাসেন ভারতীয় তিরন্দাজ। মিক্সড টিম, মহিলাদের দলগত ও এবার ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন জ্যোতি।
advertisement
🏹🇮🇳 𝗖𝗢𝗠𝗣𝗟𝗘𝗧𝗜𝗡𝗚 𝗧𝗛𝗘 𝗣𝗘𝗥𝗙𝗘𝗖𝗧 𝗦𝗘𝗧! Asia’s No. 1 Compound Archer Jyothi Surekha Vennam couldn’t have asked for a better outing at the Asian Games 2022.
🥇Mixed Team.
🥇Women’s Team.
🥇Women’s Individual.➡️ Follow @sportwalkmedia for schedule, results,… pic.twitter.com/LlvQVl9t5e
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত, এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা ইতিমধ্যেই ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন। একশো পদক নিশ্চিৎ করার পাশাপাশি তা আরও কতটা বেশি করা যায় সেটাই শেষ দিনে লক্ষ্য ভারতীয় অ্যাথলিটদের। শেষ দিনে কুস্তি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, কবাডি সহ একাধিক ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। আর দিনের শুরুটা সোনা ও ব্রোঞ্জ জিতে দুরন্তভাবে করে দিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম ও অদিতি স্বামী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 8:22 AM IST