Asian Games 2023: রেকর্ড ১৬ বার পদক জয়, ৪ বার সোনা, প্যারিস অলিম্পিক্সের টিকিট ভারতীয় হকি দলের, পাকিস্তানের জুটল না ব্রোঞ্জও

Last Updated:
শুক্রবারই ভারত যে এবার গেমসে ১০০ পদক জিতবে তা নিশ্চিৎ হয়ে গিয়েছিল। অপক্ষা ছিল মেডেল ট্যালিতে তা সরকারিভাবে স্থান পাওয়ার। শনিবার সকালে ভারতীয় মহিলা কবাডি দল সোনা জিততেই তৈরি হল নয়া ইতিহাস।
শুক্রবারই ভারত যে এবার গেমসে ১০০ পদক জিতবে তা নিশ্চিৎ হয়ে গিয়েছিল। অপক্ষা ছিল মেডেল ট্যালিতে তা সরকারিভাবে স্থান পাওয়ার। শনিবার সকালে ভারতীয় মহিলা কবাডি দল সোনা জিততেই তৈরি হল নয়া ইতিহাস।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের টিকিট পাশাপাশি এশিয়ান গেমসে সোনা৷ হকিতে জাপানকে ৫-১ গোলে হারাল টিম ইন্ডিয়া৷ ভারতীয় হকি দল এই নিয়ে রেকর্ড ১৬ বার এশিয়ান গেমসে সোনা জিতল৷
এদিন প্রথম কোয়ার্টার থেকেই এগিয়েছিল ভারতীয় হকি দল৷ চারটি কোয়ার্টারেই নিজেদের দাপট বজায় রাখেন হকি খেলোয়াড়রা৷
advertisement
advertisement
এদিন খেলার ২৫ মিনিটে প্রথম গোল করে জাপানের বিরুদ্ধে এগিয়ে যায় ভারত৷ ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফের গোল৷ ব্যবধান বেড়ে হয় ২-০৷ ৩৬ মিনিটে ভারতের হয়ে তিন নম্বর গোল আসে৷ ৪৮ মিনিটে ভারতের চার নম্বর গোল হয়৷ ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল করে জাপান৷ পুরো খেলায় এই একবারই ভারতের জালে বল জড়াতে পারে জাপান৷ ৫৯ মিনিটে ফের একটি গোল করে সোনা জয়ের ম্যাচে স্কোরলাইন ৫-১ করে নেয় ভারত৷
advertisement
এদিকে এর আগেই এশিয়ান গেমসে ভারতের বড় সাফল্যের দিন৷ এবারের হাংঝাউ এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের দারুণ পারফরম্যান্স ছিল৷ তাই স্বপ্ন ছিলই যা কখনও হয়নি তাই এবার হবে৷ আর শুক্রবার দুপুরবেলায় এল সেই সুখবর৷ সোনম মালিক কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের পরেই সেই ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলল ভারত৷
ইতিমধ্যেই ৯১ টি মেডেল ভারতীয় অ্যাথলিটরা পেয়ে গেছেন, আর ৯ টি মেডেল সুনিশ্চিত৷ তবে সেই ৯ টি পদকের কটি সোনা, রুপো, ব্রোঞ্জ হবে তা অ্যাথলিটদের পারফরম্যান্সের উপরেই নির্ভর করবে৷
advertisement
advertisement
৭২ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়ান গেমসে এরকম নজিরবিহীন পারফরম্যান্স করল টিম ইন্ডিয়া৷ দুপুর পর্যন্ত এশিয়ান গেমসের ১৩ তম দিনে ভারতীয় অ্যাথলিটরা ৫ টি পদক পেয়েছেন৷ আর্চারি রিকার্ভে মহিলা দল ব্রোঞ্জ এবং পুরুষ দল রুপো পেয়েছেন৷
বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে পৌঁছনোয় ভারতীয় দলের আরও একটি  পদক নিশ্চিত হয়েছে৷ ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে প্রণয়ের হারের পর তাঁকে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট হতে হয়৷ সেপাট টাকরোতে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷
advertisement
এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা এখনও পর্যন্ত ২১ টি সোনা, ৩৩ টি রুপো, ৩৭ টি ব্রোঞ্জ জেতার সঙ্গে ৯১ টি মেডেল জিতেছে৷ ৯ টি মেডেল নিশ্চিত৷ এরই মধ্যে আর্চারিতে ৩ টি মেডেল, ২ টি কাবাডিতে, ব্রিজ, ক্রিকেট ও হকিতে একটি মেডেল নিশ্চিত৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: রেকর্ড ১৬ বার পদক জয়, ৪ বার সোনা, প্যারিস অলিম্পিক্সের টিকিট ভারতীয় হকি দলের, পাকিস্তানের জুটল না ব্রোঞ্জও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement