Asian Games Postponed: লাগাতার করোনা সংক্রমণ বাড়ছে, চিনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস

Last Updated:

চিনা ওয়েবসাইট চায়না ডেইলি অনুযায়ি এশিয়ান অলিম্পিক পরি৷ ঘোষণা করেছে ১৯তম এশিয়ান গেমস অনিশ্চিত কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে এই খেলার জন্য নতুন তারিখ ঘোষণা করে দেওয়া হবে৷

asian games 2022 postponed says chinese state media due to 
covid 19- Photo- AFP
asian games 2022 postponed says chinese state media due to covid 19- Photo- AFP
#হাংঝাউ: চিনে হতে চলা এশিয়ান গেমস অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে৷ চিনের সংবাদমাধ্যম শুক্রবার এই খবর দিয়েছে৷ একটি রিপোর্ট অনুযায়ি এশিয়ান অলিম্পিক কাউন্সিল শুক্রবার জানিয়েছে চিনের হাংঝাউতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর অবধি হতে চলা ১৯ তম এশিয়ান গেমস স্থগিত করে দেওয়া হয়েছে৷ খেলা স্থগিত করে দেওয়ার অবশ্য কোনও কারণ সরকারিভাবে বলা হয়নি৷ কিন্তু এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন চিন কোভিড ১৯  সংক্রান্ত মামলা ক্রমান্বয়ে বেড়ে চলেছে৷
চিনা ওয়েবসাইট চায়না ডেইলি অনুযায়ি এশিয়ান অলিম্পিক পরি৷ ঘোষণা করেছে ১৯তম এশিয়ান গেমস অনিশ্চিত কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে এই খেলার জন্য নতুন তারিখ ঘোষণা করে দেওয়া হবে৷
advertisement
চিনের হাংঝাউতে হতে চলেছিল এশিয়ান গেমস৷ কিন্তু এই জায়গাটা সাংঘাইয়ের পাশে৷ চিনের সবচেয়ে বড় শহর শাংহাই৷ সম্প্রতি এখানে করোনা ভাইরাস সংক্রমণের জন্য এক সপ্তাহের লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে৷ এদিকে ১.২ কোটি জনবসতি সম্পন্ন হাংঝাউতে এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসের জন্য ৫৬ টি প্রতিযোগিতা স্থল তৈরি হয়ে গেছে৷
advertisement
চিনের হাংঝাউতে আয়োজিত ১৯ তম এশিয়ান গেমসের শুরু ১০ সেপ্টেম্বর হবে৷ এই টুর্নামেন্ট ১৫ দিন ধরে আয়োজন করে হবে৷ এই এশিয়ান গেমসে ৪৫ দেশের ক্রীড়াবিদরা অংশ নেবেন৷ এশিয়ান গেমসে ৩৭ ধরণের খেলা হবে৷ যেখানে ক্রীড়াবিদরা নিজেদের দমদার পারফরম্যান্স দেবেন৷  এই ৩৭ খেলায় ২৮ টি খো এমন যা ২০২৪ -র প্যারিস অলিম্পিক্সেরও অংশ হতে চলেছে৷<
advertisement
এদিকে এর আগেএশিয়ানগেমস ২০২২ চিনের হাংঝাউতে হওয়ার কথা৷ ১৯ তম মরশুমের এশিয়ান গেমস ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর অবধি হবে৷ কিন্তু খেলার এই মহাকুম্ভ কী আদৌ হবে? কারণ মেগা এই ইভেন্টের মাথায় করোনা ভাইরাস সংক্রমণের কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে৷ এই মুহূ্র্তে চিনে করোনার কালো মেঘ ছেয়ে রয়েছে৷ এমনকি পরিস্থিতি এতটাই ভয়ানক যে এশিয়ান গেমস স্থগিত হয়ে যেতে পারে৷ তবে এই নিয়ে কোনও সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি আসেনি৷ আসলে এশিয়ান স্পোর্টসে এই ইভেন্ট সব সেরাদের নিজেদের তুলে ধরার মঞ্চ৷ ভারতীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন সঠিক সময়ে এই  ইভেন্ট নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে৷ অর্থাৎ কোনও পক্ষই এই মুহূর্তে এশিয়ান গেমস নিয়ে কোনও কথা বলতে চাইছিল না৷
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games Postponed: লাগাতার করোনা সংক্রমণ বাড়ছে, চিনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement