Asian Games 100 Medal: ৭২ বছরের স্বপ্নপূরণ ভারতীয় অ্যাথলিটদের, সুপারহিট পারফম্যান্সে নজির ১০০ মেডেল জয়ের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Asian Games 100 Medal: ইতিমধ্যেই ৯১ টি মেডেল ভারতীয় অ্যাথলিটরা পেয়ে গেছেন, আর ৯ টি মেডেল সুনিশ্চিত৷
নয়াদিল্লি: এশিয়ান গেমসে ভারতের বড় সাফল্যের দিন৷ এবারের হাংঝাউ এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের দারুণ পারফরম্যান্স ছিল৷ তাই স্বপ্ন ছিলই যা কখনও হয়নি তাই এবার হবে৷ আর শুক্রবার দুপুরবেলায় এল সেই সুখবর৷ সোনম মালিক কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের পরেই সেই ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলল ভারত৷
ইতিমধ্যেই ৯১ টি মেডেল ভারতীয় অ্যাথলিটরা পেয়ে গেছেন, আর ৯ টি মেডেল সুনিশ্চিত৷ তবে সেই ৯ টি পদকের কটি সোনা, রুপো, ব্রোঞ্জ হবে তা অ্যাথলিটদের পারফরম্যান্সের উপরেই নির্ভর করবে৷
The glory of 🇮🇳 #Wrestling🤼♀ Squad continues at #AsianGames2022
Adding another🥉to India’s existing medal tally, #TOPSchemeAthlete @OLYSonam defeats 🇨🇳’s Jia Long 7-5 in Women’s Freestyle 62kg
Many congratulations Sonam!👏#Cheer4India#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/4RsQqulT44
— SAI Media (@Media_SAI) October 6, 2023
advertisement
advertisement
৭২ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়ান গেমসে এরকম নজিরবিহীন পারফরম্যান্স করল টিম ইন্ডিয়া৷ দুপুর পর্যন্ত এশিয়ান গেমসের ১৩ তম দিনে ভারতীয় অ্যাথলিটরা ৫ টি পদক পেয়েছেন৷ আর্চারি রিকার্ভে মহিলা দল ব্রোঞ্জ এবং পুরুষ দল রুপো পেয়েছেন৷
বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে পৌঁছনোয় ভারতীয় দলের আরও একটি পদক নিশ্চিত হয়েছে৷ ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে প্রণয়ের হারের পর তাঁকে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট হতে হয়৷ সেপাট টাকরোতে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷
advertisement
এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা এখনও পর্যন্ত ২১ টি সোনা, ৩৩ টি রুপো, ৩৭ টি ব্রোঞ্জ জেতার সঙ্গে ৯১ টি মেডেল জিতেছে৷ ৯ টি মেডেল নিশ্চিত৷ এরই মধ্যে আর্চারিতে ৩ টি মেডেল, ২ টি কাবাডিতে, ব্রিজ, ক্রিকেট ও হকিতে একটি মেডেল নিশ্চিত৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2023 3:58 PM IST