Asia Cup 2025: বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার এখন তিনি! শাকিবকে সরিয়ে টাইগারদের নতুন তারকা এই ব্যাটার

Last Updated:
কোন রেকর্ড গড়লেন বাংলাদেশের এই ক্রিকেটারর?
কোন রেকর্ড গড়লেন বাংলাদেশের এই ক্রিকেটারর?
দুবাই: বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিনি বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রহ করে তালিকার শীর্ষে উঠে এলেন তিনি।
শনিবারের ম্যাচে ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলার পরেই পিছনে ফেলে দিলেন শাকিব আল হাসানকে।
বাংলাদেশের টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন লিটন দাসের। এরপর আছেন সাকিব আল হাসান (২৫৫১), মাহমুদউল্লাহ (২৪৪৪), তামিম ইকবাল (১৭০১) এবং মুশফিকুর রহিম (১৫০০)।
advertisement
লিটনের এই মাইলফলক অবশ্য এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই হয়ে যেত। প্রথম ম্যাচে হংকং-এর বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলেই চলে এসেছিলেন রেকর্ড থেকে মাত্র ৫৬ রানের দূরত্বে।
advertisement
তবে সে পথটা পাড়ি দিতে তাকে তিন ম্যাচ খেলতে হল। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে আউট হয়েছিলেন ২৮ রানে। এরপর আফগানিস্তান ম্যাচে করতে পেরেছিলেন মাত্র ৯ রান।
গতকাল যখন মাঠে নেমেছিলেন রেকর্ডের থেকে ১৮ রান দূরে ছিলেন। গত রাতে পাওয়ারপ্লের শেষ ওভারে দুশ্মন্থ চামিরার বলে চার মেরে সে রানে পৌঁছে যান লিটন।
advertisement
কিন্তু, এরপরের বিশ্বরেকর্ডটা ভাঙতে হলে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে লিটনকে। এই তালিকার ১৮তম স্থানে আছেন লিটন। আর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটা হিটম্যান রোহিত শর্মার দখলে। ৪২৩১ রান নিয়ে প্রথম স্থানে আছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার এখন তিনি! শাকিবকে সরিয়ে টাইগারদের নতুন তারকা এই ব্যাটার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement