Asia Cup 2023 India vs Pakistan: কীভাবে একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করল পাকিস্তান? জবাব দিলেন বাবর আজম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2023 India vs Pakistan: এশিয়া সেরার লড়াইতে নামার আগে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলে বাবর আজম-শাহিন আফ্রিদিরা। সেখানে আপগানদের হোয়াইট ওয়াশ করে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে আসে পাক দল। তবে কীভাবে 'সিংহাসন' দখল করল তাঁর দল, তার রহস্যভেদও করলেন বাবর আজম।
মুলতান: এশিয়া কাপের আগে একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করেছে পাকিস্তান। এশিয়া সেরার লড়াইতে নামার আগে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলে বাবর আজম-শাহিন আফ্রিদিরা। সেখানে আপগানদের হোয়াইট ওয়াশ করে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে আসে পাক দল। তবে কীভাবে ‘সিংহাসন’ দখল করল তাঁর দল, তার রহস্যভেদও করলেন বাবর আজম।
পাকিস্তান ক্রিকেট দলের সাফল্য নিয়ে বলতে গিয়ে বাবর আজম বলেন,”এই দলটার সাফল্যের একমাত্র কারণ হল কঠোর পরিশ্রম ও লড়াকু মানসিকতা। এই দলটা গত কয়েক বছর ধরে প্রচুর পরিশ্রম করেছে। তাই জন্যেই আমরা বিশ্বের এক নম্বর দল হতে পেরেছি। দলের প্রত্যেক ক্রিকেটার চায় দেশের হয়ে ম্যাচ জিততে। সবাই এগিয়ে এসে নিজের অবদান রাখতে চায়। আগামি কয়েক মাস আরও উত্তেজক ও কঠিন ক্রিকেট অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের আসল লক্ষ্য এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতা।”
advertisement
advertisement
.@babarazam258 on Pakistan earning the top spot in the ODI rankings
Full press conference ➡️ https://t.co/V3oeqje8G0#AsiaCup2023 pic.twitter.com/5iX4CahlSh
— Pakistan Cricket (@TheRealPCB) August 29, 2023
advertisement
এক ঝলকে দেখে নিন এশিয়া কাপ ২০২৩-এ পাকিস্তানের সম্পূর্ণ স্কোয়াড: পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, সলমান আলি আগা, ইফতিখার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হরিস, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হরিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 4:58 PM IST