Ashes 2023 England vs Australia Brawl: লর্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের গালি-গায়ে হাত! তোলপার ভাইরাল ভিডিও, ক্ষমা চাইল এমসিসি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ashes 2023 England vs Australia Brawl: পরপর দুটি টেস্ট জিতে ৫ ম্যাচের অ্যাসেজ সিরিেজে ২-০ লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের পর লর্ডসে দ্বিতীয় টেস্টেও রুদ্ধশ্বাস জয় পায় ব্যাগি গ্রিনরা। ৪৩ রানে জয় পায় প্যাট কামিন্সের দল। ম্যাচ জিতলেও লর্ডস টেস্ট ঘিরে তৈরি হল তুমুল বিতর্ক।
লর্ডস: পরপর দুটি টেস্ট জিতে ৫ ম্যাচের অ্যাসেজ সিরিেজে ২-০ লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের পর লর্ডসে দ্বিতীয় টেস্টেও রুদ্ধশ্বাস জয় পায় ব্যাগি গ্রিনরা। ৪৩ রানে জয় পায় প্যাট কামিন্সের দল। ম্যাচ জিতলেও লর্ডস টেস্ট ঘিরে তৈরি হল তুমুল বিতর্ক। প্রথমে জনি বেয়ারস্টোর রান আউট। যা মেনে নিতে পারেননি ইংল্যান্ড ফ্যানেরা। তারপর পঞ্চম দিন ম্যাচের মধ্যাহ্ন বিরতিতে লর্ডসের লংরুমে এমসিসির সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের তুমুল ঝগড়া। অজি ক্রিকেটারদের গায়ে হাত ও গালি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। বিতর্কে জড়িয় পড়েন উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নার। ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় পরে ক্ষমাও চায় এমসিসি। তদন্তের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া।
যাবতীয় বিতর্কের সূত্রপাত পঞ্চম দিনে জনি বেয়ারস্টোর আউটকে ঘিরে। ক্যামেরন গ্রিনের একটি বল খেলেই কোনওদিকে না তাকিয়েই বেন স্টোকসের সঙ্গে কথা বলতে ক্রিজ থেকে বেরিয়ে যান বেয়ারস্টো। সেইসময় স্টাম্প করে দেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারে। আম্পায়ারের অনুমতি না নিয়ে ও নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে যাওয়ায় ক্রিকেটের নিয়মে আউট দেওয়া হয় বেয়ারস্টোকে। আম্পায়ার দীর্ঘক্ষণ যাবতীয় পরিস্থিতি বিচার করে আউটের সিদ্ধান্ত নেন।
advertisement
কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইংরেজ ফ্যানেরা। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের স্পোর্টস ম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তোলেন তারা। মাঠেই তুমুল ব্যাঙ্গের শিকার হতে হয়ে অজিদের। এরপর লাঞ্চের সময় লর্ডসের লং রুমে এমসিসির সদস্যরাও বিদ্রুপ করেন অস্ট্রেলিয়া ক্রিকেটারদের। সেই সময় উসমান খোয়াজার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এক প্রবীণ এমসিসি সমর্থক ও আরও কয়েক জন। ডেভিড ওয়ার্নারও তখন জড়িয়ে পড়ে ঝামেলায়।
advertisement
advertisement
Usman Khawaja was pulled back by security after speaking to one the members inside the long room 😳
🗣️ “I’ve NEVER seen scenes like that!” pic.twitter.com/2RnjiNssfw
— Sky Sports Cricket (@SkyCricket) July 2, 2023
এই ঘটনার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘লাঞ্চের সময় যখন লংরুম দিয়ে যাচ্ছিল, তখন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের খেলোয়াড় এবং সাপোর্টদের গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজনের গায়ে হাত দেওয়া হয়েছে।’ ঘটনায় ক্ষমা চাওয়া হয়েছে এমসিসির তরফে। বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কাছে আমরা নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের শৃঙ্খলা মেনে যাঁরা চলেননি, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’ যদিও ঝামেলা এখানেই থামেনি। স্টেডিয়ামেও দুই দলের সমর্থকদে মধ্যে মারপিঠ হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়াতেই চলছে দুই দেশের ফ্যানেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। গোটা ঘটনায় তদন্তের দাবি জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।
advertisement
MCC Statement.#Ashes pic.twitter.com/fWYdzx1uhD
— Marylebone Cricket Club (@MCCOfficial) July 2, 2023
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। স্টিভ স্মিথের শতরান ও ডেভিড ওয়ার্নার-ট্রেভিস হেডের অর্ধশতরানের সৌজন্যে ৪১৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ৩২৫ রান করে ইংল্যান্ড। বেন ডাকেট সর্বোচ্চ ৯৮ রান করেন। ৯১ রানের গুরুত্বপূর্ণ লিড পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। খোয়াজা করেন সর্বোচ্চ ৭৭। ৩৭১ রানের টার্গেট তাডডা করতে নেমে ৩২৭ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। বেন স্টোকস অধিনায়কোচিত ১৫৫ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ৮৩ করেন ডাকেট। ৪৩ রানে লর্ডস জেতে ব্যাগি গ্রিনরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 2:40 PM IST