ভারত, বাংলাদেশের ফুটবল প্রেমীদের সমর্থনকে কুর্নিশ আর্জেন্টিনার! ধন্যবাদ জ্ঞাপন প্রেসিডেন্টের

Last Updated:

Argentina Twitter handle says thank you India along with Bangladesh and Pakistan for support in World Cup. ভারত, বাংলাদেশের ফুটবল প্রেমীদের সমর্থনকে কুর্নিশ আর্জেন্টিনার! ধন্যবাদ জ্ঞাপন প্রেসিডেন্টের

বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারতের থেকে পাগলের মতো ভালোবাসা পেয়েছে আর্জেন্টিনা
বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারতের থেকে পাগলের মতো ভালোবাসা পেয়েছে আর্জেন্টিনা
#রোজারিও: তৃতীয়বারের জন্য ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। মেসিদের সমর্থক শুধু তাদের দেশের মধ্যেই আবদ্ধ নেই, বিশ্বজুড়ে নীল সাদার সমর্থকরা প্রার্থনা করেছেন যাতে মেসিদের হাতে কাপ ওঠে। উপমহাদশের ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কার্যত অর্ধেক ফুটবল সমর্থক আর্জেন্টিনার জন্য গলা ফাটিয়েছেন। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জাতীয় দলের তরফ থেকে তাদের টুইটার হ্যান্ডেলে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার জাতীয় দলের টুইটারে লেখা হয়েছে , ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান। তোমাদের দারুন সমর্থন পেয়েছি ! আর্জেন্টিনার বিশ্বজয়ের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টিনার প্রেসিডেন্টকে একটি চিঠি লিখেছেন।
সেই চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সকল নাগরিক ও আমার তরফ থেকে ফিফা বিশ্বকাপ ২০২২ জয় করার জন্য আপনাকে ও আর্জেন্টিনার বন্ধুস্থানীয় বাসিন্দাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি দেখতে পেয়েছি আর্জেন্টিনার ফুটবলের প্রতি স্নেহ ও ভালোবাসা,  আমাদের দুই দেশের বাসিন্দাদের এক সূত্রে বেঁধে রেখেছে।
advertisement
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানিয়ে মেসিকে রাজনীতিতে যোগদানের পরামর্শও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট তার টুইটে লিখেছেন, আলবার্তো তোমায় ও আর্জেন্টিনার প্রত্যেক নাগরিককে শুভেচ্ছা  কঠিন লড়াইয়ের পর ও যোগ্য দল হিসেবে জয়ী হওয়ার জন্য। আমার মনে হয় , মেসির রাজনীতিতে ভবিষ্যৎ আছে।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ টুইট করছেন, ফুটবলার ও কোচিং দলকে ধন্যবাদ। আমাদের যে কোনো সময়ই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, তারা তার জ্বলন্ত উদাহরণ। এরা প্রমান করেছে আমাদের অধিবাসীরা মহান ও আমাদের ভবিষ্যত খুব উজ্জ্বল। ব্রাজিলের পক্ষ থেকেও আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানানো হয়েছে।
advertisement
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা আর্জেন্টিনার পতাকার একটি ইমোজি দিয়ে টুইট করে লিখেছেন, প্রতিবেশী আর্জেন্টিনার জয়ে খুশি। ম্যাচে দুর্দান্ত খেলেছেন মেসি, এটা তার পাওয়ারই ছিল, ডি মারিয়ারও। খেলোয়াড়দের, আর্জেন্টিনার কোচিং স্টাফ ও আমার বন্ধু আলবার্তো ফার্নান্ডেজকেও শুভেচ্ছা। অতীতে লিওনেল মেসির আর্জেন্টিনা কলকাতায় এবং ঢাকায় খেলে গিয়েছিল। ভবিষ্যতেও এরকম হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারত, বাংলাদেশের ফুটবল প্রেমীদের সমর্থনকে কুর্নিশ আর্জেন্টিনার! ধন্যবাদ জ্ঞাপন প্রেসিডেন্টের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement