Lionel Messi: বিদায়টা সুখের হল না মেসির, প্যারিস অধ্যায় শেষ হল আর্জেন্টাইন মহাতারকার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi: লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন তা আগেই নিশ্চিৎ করেছিলেন। ফরাসী ক্লাব ছাড়ার আগে ক্লাবকে লিগ চ্যাম্পিয়নও করেছেন লিও। শনিবার ছিল মেসির বিদায়ী ম্যাচ। কিন্তু প্যারিসে শেষটা সুখের হল না আর্জেন্টাইন কিংবদন্তীর।
প্যারিস: লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন তা আগেই নিশ্চিৎ করেছিলেন। ফরাসী ক্লাব ছাড়ার আগে ক্লাবকে লিগ চ্যাম্পিয়নও করেছেন লিও। শনিবার ছিল মেসির বিদায়ী ম্যাচ। কিন্তু প্যারিসে শেষটা সুখের হল না আর্জেন্টাইন কিংবদন্তীর। হার দিয়ে নিজের ফুটবল কেরিয়ারের পিএসজি অধ্যায় শেষ করলেন লিওনেল মেসি। এগিয়ে গিয়ে ক্লেরমেঁর বিরুদ্ধে ৩-২ গোলে ঘরের মাঠে হারতে হল পিএসজিকে।
এদিন ম্যাচে মেসি মাঠে থাকলেও সেভাবে যেন পাওয়াই গেল না তাঁকে। ফরাসী ক্লাবের প্রতি যে তাঁর পুরোপুরি মোহভঙ্গ হয়েছে তা শেষ ম্যাচে মেসির খেলা দেখেই বোঝা যাচ্ছি। না ঠিকঠাক গোলের বল বাড়াতে পারলেন, না সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পারলেন। দেখে মন হল নিজের মধ্যে নেই বিশ্বজয়ী তারকা। ম্যাচের ১৬ ও ২১ মিনিটে সার্জিও রামোস ও কিলিয়ান এমবাপের গোলে পিএসজি এগিয়ে গিয়েছিল। কিন্তু ২৪, ৪৬, ৬৩ মিনিটে গোল হজম করে হার দিয়ে মরশুম শেষ করল লিগ চ্যাম্পিয়নরা।
advertisement
advertisement
শনিবার ম্যাচের আগে পিএসজি ক্লাব ও কোচের তরফ থেকে মেসিকে বিদায় বার্তা দিয়ে দেওয়া হয়েছিল। ক্বারে তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছিল, ‘ফরাসি রাজধানীতে দুই মরশুম কাটানোক পর, পিএসজি-র সঙ্গে লিও মেসির দুরন্ত এক অভিযানের সমাপ্তি ঘটবে।’ পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ে বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে আমার। শনিবার ঘরের মাঠে ক্লেমন্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে লিয়ো।’
advertisement
মেসির পিএসজি অধ্যায় শেষ হলেও আর্জেন্টাইন মহাতারকার পরবক্তী গন্তব্য কথায় তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা তুঙ্গে। ইউরোপীয় নানা ক্লাবের সঙ্গে জল্পনায় রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলালের নামও। যদিও পাকাপাকিভাবে কিছু জানাননি মেসি বা তাঁর বাবা। যদিও খুব শীঘ্রই মেসির আগামি গন্তব্য জানা যাবে বলেই খবর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2023 11:40 AM IST