কলকাতা: আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
এর আগে পেলে, দিয়েগো মারাদোনা, দিয়েগো ফোরলান, লিওনেল মেসি, অলিভার কান, কার্লোস ভালদেরামার মতো বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকাদের পা পড়েছে এই শহর কলকাতায় ৷ এবার সেই তালিকায় যোগ হতে চলেছে এমিলিয়ানো মার্টিনেজের নাম ৷
কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য এবার বেশ কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে আসছেন মেসির দেশের গোলরক্ষক। কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। পেয়েছিলেন গোল্ডেন গ্লভসের পুরস্কার।
মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আপাতত এমিলিয়ানোর আগামী ৪ জুলাই কলকাতায় আসার কথা জানানো হয়েছে ৷ ওই দিন ক্লাব তাঁবুতে কী কী অনুষ্ঠান রয়েছে, খুব তাড়াতাড়ি তা ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Emiliano martinez, Mohun Bagan