হোম /খবর /খেলা /
জুলাইয়ে মোহনবাগান ক্লাবে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ

Emiliano Martinez: জুলাইয়ে কলকাতায় এমিলিয়ানো মার্টিনেজ, মোহনবাগানে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ

Emiliano Martinez will visit Mohun Bagan Club: কলকাতায় আসছেন এমিলিয়ানো মার্টিনেজ ৷

  • Share this:

কলকাতা: আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

এর আগে পেলে, দিয়েগো মারাদোনা, দিয়েগো ফোরলান, লিওনেল মেসি, অলিভার কান, কার্লোস ভালদেরামার মতো বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকাদের পা পড়েছে এই শহর কলকাতায় ৷ এবার সেই তালিকায় যোগ হতে চলেছে এমিলিয়ানো মার্টিনেজের নাম ৷

কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য এবার বেশ কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে আসছেন মেসির দেশের গোলরক্ষক। কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। পেয়েছিলেন গোল্ডেন গ্লভসের পুরস্কার।

আরও পড়ুন– ‘তৃণমূলের সদস্যকে গণবেশ পরিয়ে আরএসএস কর্মী বলে দাবি অভিষেকের…’ বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের

মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আপাতত এমিলিয়ানোর আগামী ৪ জুলাই কলকাতায় আসার কথা জানানো হয়েছে ৷ ওই দিন ক্লাব তাঁবুতে কী কী অনুষ্ঠান রয়েছে,  খুব তাড়াতাড়ি তা ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Emiliano martinez, Mohun Bagan