মারাদোনার থেকে এগিয়ে মেসি! আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচের বড় সার্টিফিকেট লিওকে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Argentina boss Lionel Scaloni rates Messi above Diego Maradona as the best player in history of Albiceleste. মারাদোনার থেকে এগিয়ে মেসি! আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচের বড় সার্টিফিকেট লিওকে
#রোজারিও: লিওনেল মেসি দীর্ঘদিন পর ছুটি কাটিয়ে ক্লাব ফুটবল খেলতে প্যারিসে ফিরে এসেছেন। কিন্তু এখনও তর্ক চলছে কে সেরা, মেসি না মারাদোনা? এই প্রশ্নের উত্তর যেন শেষ হওয়ার নয়। কোচ লিওনেল স্কালোনির হাতে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব যখন তুলে দেওয়া হয়েছিল, তখন দিয়েগো মারাদোনা বলেছিলেন, ওর তো ট্রাফিক নিয়ন্ত্রণেরই ক্ষমতা নেই।
জাতীয় দলের কোচ হিসেবে ওকে চাই না। ২০১৮ সালের বিশ্বকাপে ভরাডুবির পরে এই স্কালোনি এবং পাবলো আইমার মিলে ফোন করেছিলেন মেসিকে। ফোনে স্কালোনি ‘এলএম১০’-কে বলেছিলেন হ্যালো, লিও আমার সঙ্গে রয়েছে আইমার। পাবলো আইমাকে আইডল মানতেন মেসি। আর স্কালোনির সহকারী ছিলেন আইমার।
Lionel Scaloni: "For me, Messi is the best in history. Maradona was great but with Leo I have something special." pic.twitter.com/XH6pMCvZik
— Leo Messi 🔟 (@WeAreMessi) January 17, 2023
advertisement
advertisement
তার পরের ঘটনা ইতিহাস। স্কালোনির নেতৃত্বে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তার পরে বিশ্বকাপেও নীল-সাদার জয়জয়কার। এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, আমার মতে, ফুটবল ইতিহাসে সেরা মেসিই। মারাদোনা গ্রেট, তবে লিও আমার কাছে স্পেশ্যাল। উল্লেখ্য, স্কালোনির অধীনে ৪৪টি ম্যাচ খেলেছেন মেসি। তার মধ্যে গোল করেছেন ৩২ বার।
কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে স্কলোনি জানিয়েছিলেন তিনি ব্যক্তিগতভাবে চান পরের বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ মেসি খেলুন। ফিটনেসর সমস্যা হবে না তিনি জানেন। কিন্তু মানসিকতাটা ওই জায়গায় রাখতে চান। তবে পরের বিশ্বকাপ মেসি খেলবেন কিনা সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 7:09 PM IST