Argentina vs Ecuador: মেসির পেনাল্টি মিস, টাইব্রেকারে ফের নায়ক মার্টিনেজ, কোপার সেমিতে আর্জেন্টিনা

Last Updated:

Copa America 2024, Argentina vs Ecuador: রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে টাইব্রেকারে জিতল আর্জেন্টিনা। চোট সারিয়ে দলে ফিরলেও টাইব্রেকার মিস করলেন লিওনেল মেসি। আরও একবার তেকাঠির নীচে আর্জেন্টিনার রক্ষাকর্তার ভূমিকায় এমিলিয়ানো মার্টিনেজ।

রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে টাইব্রেকারে জিতল আর্জেন্টিনা। চোট সারিয়ে দলে ফিরলেও টাইব্রেকার মিস করলেন লিওনেল মেসি। আরও একবার তেকাঠির নীচে আর্জেন্টিনার রক্ষাকর্তার ভূমিকায় এমিলিয়ানো মার্টিনেজ। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। এগিয়ে থেকেও ইনজুরি টাইমে গোল হজম করে আর্জেন্টিনা। পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে জিতে কোপা আমেরিকা ২০২৪-এর শেষ চারে পৌছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২টি শট বাঁচান এমি মার্টিনেজ।
এদিন প্রথম থেকেই খুব একটা চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল নীল-সাদা ব্রিগেডকে। অনেক বেশি ডিফেন্সিভ ফুটবল খেলে লিওনেল স্কালোনির ছেলেরা। বল পজিশন বেশি রাখলেও সেভাবে দানা বাঁধছিল না আক্রমণ। দেখা যাচ্ছিল না আর্জেন্টিনার সেই চোখের শান্তির ফুটবল। যদিও প্রধমার্ধেই গোলের মুখ ফেলে বিশ্বজয়ীরা। ম্যাচের ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নীল-সাদা ব্রিগেড।
advertisement
দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে অনেক বেশি রক্ষণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। বল পজিশনে টেক্কা দেয় ইকুয়েডর। অনেক বেশি আক্রমণের ঝাঁঝ বেশি ছিল ইকুয়েডরের। ম্যাচের ইনজুরি টাইমের ৯১ মিনিটে কেভিন রড্রিগেজের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এরপর প্রায় ৯ মিনিটের অতিরিক্ত সময়ে কোনও দলই আর গোল করতে পারেনি। কোপা আমেরিকায় এক্সট্রা টাইমের নিয়ম ফাইনালের আগে না থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
পেনাল্টি শুটআউটে প্রথম শট নিতে আসেন লিওনেল মেসি। তার শট বারে লেগে প্রতিহত হয়। তরপর পরপর দুটি শট ইকুয়েডরের বাঁচিয়ে দেন এমি মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে পেনাল্টিতে গোল করেন জুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, গনজালো মন্টিয়েল ও নিকোলাস ওটামেন্ডি। গত কোপা ও বিশ্বকাপের পর ফের একবার মার্টিনেজের হাত ধরে জয়ের মুখ দেখল বিশ্বজয়ী আর্জেন্টিনা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Argentina vs Ecuador: মেসির পেনাল্টি মিস, টাইব্রেকারে ফের নায়ক মার্টিনেজ, কোপার সেমিতে আর্জেন্টিনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement