Archery News: বাংলার জুয়েল সত্যিই রত্ন, জাতীয় আর্চারিতে সোনা জয় বাংলার জুয়েল সরকারের

Last Updated:

Archery News: উত্তরাখণ্ডে ২৮  জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩৮ তম জাতীয় গেমসে। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানেই সোনা জয় বাংলার ছেলের৷

তীরন্দাজিতে স্বর্ণপদক জয়ের পর জুয়েল সরকার
তীরন্দাজিতে স্বর্ণপদক জয়ের পর জুয়েল সরকার
ঝাড়গ্রাম : সোনা জয় লাভ করে দেশের মধ্যে বাংলার মুখ উজ্জ্বল করলও বাংলার সন্তান জুয়েল সরকার। উত্তরাখণ্ডে আয়োজিত ৩৮ তম জাতীয় গেমসে তীরন্দাজিতে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমির জুয়েল সরকার প্রথম হয়ে স্বর্ণপদক জয়লাভ করে। উত্তরাখণ্ডে ২৮  জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩৮ তম জাতীয় গেমসে। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার তীরন্দাজি রিকার্ভ ইভেন্টে ইন্দ্রচাঁদ স্বামীকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে জুয়েল। জুয়েলের এই সাফল্যের পর সমাজ মাধ্যমে জুয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
২০১৮ সালে ঝাড়গ্রামে পথ চলা শুরু করে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি। প্রথম থেকেই এখানে প্রশিক্ষণ নেই জুয়েল।
advertisement
জুয়েলের বাড়ি মালদা জেলার গাজোল থানার অন্তর্গত ধোবাপাড়া গ্রামে। বর্তমানে জুয়েল আর্চারি একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ঝাড়গ্রাম শহরের নেতাজি আদর্শ বিদ্যালয়ের কলা বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। জাতীয় গেমসে খেলার আগে বাংলা থেকে সিলেকশন হওয়া ৮ জন প্রতিযোগীকে বেঙ্গল আর্চারি একাডেমিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
ছেলেদের মধ্যে জুয়েল ছাড়াও ছিলেন গণেশ টুডু, আবীর ঘোষ ও সৌভিক মণ্ডল। মেয়েদের মধ্যে ছিলেন বাসন্তী মাহাতো, রিমিল হেমব্রম, রুমা বিশ্বাস ও অদিতি জয়সওয়াল। আরও কয়েকদিন ধরে জাতীয় গেমস চলবে বাংলায় আরও স্বর্ণপদক আসতে চলেছে কৃতি খেলোয়াড়দের কাছ থেকে আশাবাদী সকলেই।
advertisement
Buddhadev Bera
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Archery News: বাংলার জুয়েল সত্যিই রত্ন, জাতীয় আর্চারিতে সোনা জয় বাংলার জুয়েল সরকারের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement