Anushka Sharma Virat Kohli: আর লুকোছাপা নয়! বেবি-বাম্প নিয়েই বিরাটের সঙ্গে হোটেল লবিতে অনুষ্কা, দ্বিতীয় সন্তানের জন্ম কবে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Anushka Sharma Virat Kohli: স্পষ্ট বেবি-বাম্প অনুষ্কার, বিরাটের টিম হোটেলের ভিডিও ভাইরাল! দ্বিতীয় সন্তানের জন্ম কবে?
মুম্বই: বহুদিন ধরেই জোর চর্চা চলছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান আসার খবরের। নানা জল্পনা চললেও এতদিন ছিল না কোনও প্রমাণ। তবে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আচমকাই অনুষ্কার এসে বিরাটের টিম হোটেলে ওঠার পরই জল্পনা আরও জোরালো হয়েছিল। শেষ পর্যন্ত জল্পনাই যেন এবার সত্যি হওয়ার পথে। ভাইরাল ভিডিওতে স্পষ্ট অনুষ্কা শর্মার বেবি-বাম্প।
দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এই খবর, দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন বিরাট-অনুষ্কা। তবে এই নিয়ে মুখ খোলেননি তারকা দম্পতির কেউই। বিশ্বকাপের মাঠে ব্যাট হাতে ম্যাজিক দেখাচ্ছেন বিরাট। ১২ নভেম্বর আগামী ম্যাচের জন্য ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছেছেন তিনি। তারই মধ্যে সেই হোটেলে গিয়ে উঠেছেন অনুষ্কা। বেঙ্গালুরুর হোটেলের লবিতেই দেখা গিয়েছে অনুষ্কার বেবি-বাম্পের ভিডিও।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: আমরা কেন আমড়া খাব জানেন? হাজারো মারণরোগের দাওয়াই এই অনাদরের ফল, জানুন
তবে যে ভিডিও ভাইরাল হয়েছে, তার সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কালো পোশাকে অনুষ্কার ভিডিও দেখা গিয়েছে। বিরাটের হাত ধরে রয়েছেন তিনি। কালো পোশাকও বেশ অনেকটাই ওভারসাইজড, যাতে লুকিয়ে রাখা যায় বেবি-বাম্প। বিশ্বাকাপ চলাকালীনই বিরাট অনুষ্কার দ্বিতীয় সন্তান আসার খবরে ফের একবার হাওয়া লেগেছে ভিডিও ভাইরাল হতেই।
advertisement
আরও পড়ুন: সোনু নিগমও কিন্তু বাংলার জামাই, গায়কের অপরূপা বাঙালি বউ মধুরিমাকে চেনেন?
ভিডিওতে দেখা যাচ্ছে, খুব যত্ন করে বিরাট ধরে রেখেছেন বউয়ের হাত। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক পরে আছেন ওভারসাইজড গ্রে রঙের ট্রাউজার, আর লাইট গ্রে টি-শার্ট। পায়ে স্নিকার্স, মাথায় কালো চুপি। কিছুদিন আগে তাঁদের মুম্বইয়ের এক মেটারনিটি ক্লিনিকের বাইরেও দেখা গিয়েছিল। বিরাট অনুষ্কার প্রথম কন্যাসন্তান ভামিকা, বয়স ২ বছর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 10:50 AM IST