Sonu Nigam Bengali Wife: সোনু নিগমও কিন্তু বাংলার জামাই, গায়কের অপরূপা বাঙালি বউ মধুরিমাকে চেনেন?

Last Updated:
Sonu Nigam Bengali Wife: বাংলার জামাইয়ের তালিকায় রয়েছেন সোনু নিগমও। কারণ, সোনুর স্ত্রী মধুরিমা বাঙালি।
1/11
বিখ্যাত গায়ক সোনু নিগম। রমরমায় কিছুটা ভাঁটা পড়লেও সোনুর গানের ভক্ত আজও সমান। অসাধারণ বলিউড গানের পাশাপাশি দেশের বিভিন্ন ভাষায় গান গেয়ে মুগ্ধ করেছেন সোনু। আপনি কি জানেন সোনু নিগমের স্ত্রী বাঙালি?
বিখ্যাত গায়ক সোনু নিগম। রমরমায় কিছুটা ভাঁটা পড়লেও সোনুর গানের ভক্ত আজও সমান। অসাধারণ বলিউড গানের পাশাপাশি দেশের বিভিন্ন ভাষায় গান গেয়ে মুগ্ধ করেছেন সোনু। আপনি কি জানেন সোনু নিগমের স্ত্রী বাঙালি?
advertisement
2/11
বাংলার জামাইয়ের তালিকায় রয়েছেন সোনু নিগমও। কারণ, সোনুর স্ত্রী মধুরিমা বাঙালি। মধুরিমা মিশ্র তাঁর বিয়ের আগের নাম।
বাংলার জামাইয়ের তালিকায় রয়েছেন সোনু নিগমও। কারণ, সোনুর স্ত্রী মধুরিমা বাঙালি। মধুরিমা মিশ্র তাঁর বিয়ের আগের নাম।
advertisement
3/11
বিয়ের আগে রেডিওতে কাজ করেছেন মধুরিমা। ১৯৯৫ সালের ২৪ ডিসেম্বর ১৫ বছরের ছোট মধুরিমার সঙ্গে সোনু নিগমের প্রথম দেখা ও আলাপ।
বিয়ের আগে রেডিওতে কাজ করেছেন মধুরিমা। ১৯৯৫ সালের ২৪ ডিসেম্বর ১৫ বছরের ছোট মধুরিমার সঙ্গে সোনু নিগমের প্রথম দেখা ও আলাপ।
advertisement
4/11
একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল তাঁদের। প্রথম দেখাতেই বাঙালি কন্যা মধুরিমাকে সোনুর ভাল লেগেছিল বলে জানা যায়।
একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল তাঁদের। প্রথম দেখাতেই বাঙালি কন্যা মধুরিমাকে সোনুর ভাল লেগেছিল বলে জানা যায়।
advertisement
5/11
২০০২ সালে সোনু আর মধুরিমা ঠিক করেন তাঁরা বিয়ে করবেন। ভ্যালেন্টাইনস ডে-র দিনই তাঁদের বাগদান হয়ে যায়।
২০০২ সালে সোনু আর মধুরিমা ঠিক করেন তাঁরা বিয়ে করবেন। ভ্যালেন্টাইনস ডে-র দিনই তাঁদের বাগদান হয়ে যায়।
advertisement
6/11
রীতি মেনে ঘটা করেই আয়োজিত হয়েছিল সোনু নিগম ও মধুরিমার বিয়ের অনুষ্ঠান। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছিলেন সোনু।
রীতি মেনে ঘটা করেই আয়োজিত হয়েছিল সোনু নিগম ও মধুরিমার বিয়ের অনুষ্ঠান। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছিলেন সোনু।
advertisement
7/11
সোনু ও মধুরিমার বিয়েতে আমন্ত্রিত ছিলেন মোট ৭০০ জন। সোনুর পরিবারের রীতি মেনে নিরামিষ খাবারই খাওয়ানো হয়েছিল। যে অতিথি তালিকায় ছিলেন শিল্পা শেঠি, অনুপ জালোটার মতো ব্যক্তিদের নাম।
সোনু ও মধুরিমার বিয়েতে আমন্ত্রিত ছিলেন মোট ৭০০ জন। সোনুর পরিবারের রীতি মেনে নিরামিষ খাবারই খাওয়ানো হয়েছিল। যে অতিথি তালিকায় ছিলেন শিল্পা শেঠি, অনুপ জালোটার মতো ব্যক্তিদের নাম।
advertisement
8/11
২০০৭ সালে সোনু ও মধুরিমার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান নিভান। ছেলের জন্মের পর থেকে নিভানকে ঘিরেই এগিয়ে যায় সোনু ও মধুরিমার জীবন।
২০০৭ সালে সোনু ও মধুরিমার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান নিভান। ছেলের জন্মের পর থেকে নিভানকে ঘিরেই এগিয়ে যায় সোনু ও মধুরিমার জীবন।
advertisement
9/11
সোনু এক সাক্ষাৎকারে বলেন, মধুরিমাকে পেয়ে ভীষণই খুশি, কারণ, মধুরিমা তাঁর পরিবারের যত্ন নেন। এমনকি মধুরিমা একজন দারুণ মা।
সোনু এক সাক্ষাৎকারে বলেন, মধুরিমাকে পেয়ে ভীষণই খুশি, কারণ, মধুরিমা তাঁর পরিবারের যত্ন নেন। এমনকি মধুরিমা একজন দারুণ মা।
advertisement
10/11
মধুরিমার কথায়, স্বামী হিসাবে সোনুর তাঁর কাছে অনুপ্রেরণা। পরবর্তীকালে মধুরিমা তাঁর জামাকাপড়ের একটি ব্র্যান্ড-এর উদ্বোধন করেন। এমনকি সোনুর মিউজিক কনসার্টের সমস্ত পোশাক ডিজাইন করেন মধুরিমা নিজেই।
মধুরিমার কথায়, স্বামী হিসাবে সোনুর তাঁর কাছে অনুপ্রেরণা। পরবর্তীকালে মধুরিমা তাঁর জামাকাপড়ের একটি ব্র্যান্ড-এর উদ্বোধন করেন। এমনকি সোনুর মিউজিক কনসার্টের সমস্ত পোশাক ডিজাইন করেন মধুরিমা নিজেই।
advertisement
11/11
মধুরিমার কথায়, ''সোনু স্বামী হিসাবেও যেমন অসাধারণ, তেমনই বাবা হিসাবে। আর ও একজন সৃজনশীল মানুষ। বিবাহিত জীবনে আমরা একে অপরের থেকে অনেক কিছুই শিখেছি।'' সোনু ও মধুরিমা দীর্ঘ বছর ধরে সুখী জীবন কাটাচ্ছেন।
মধুরিমার কথায়, ''সোনু স্বামী হিসাবেও যেমন অসাধারণ, তেমনই বাবা হিসাবে। আর ও একজন সৃজনশীল মানুষ। বিবাহিত জীবনে আমরা একে অপরের থেকে অনেক কিছুই শিখেছি।'' সোনু ও মধুরিমা দীর্ঘ বছর ধরে সুখী জীবন কাটাচ্ছেন।
advertisement
advertisement
advertisement