মেয়ে ভামিকাকে কাঁধে নিয়ে পাহাড়ি রাস্তায় ট্রেক করছেন বিরাট, সঙ্গী অনুষ্কা, দেখুন ছবি
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Anushka Sharma shares picture of daughter Vamika and Virat trekking. মেয়ে ভামিকাকে কাঁধে নিয়ে পাহাড়ি রাস্তায় ট্রেক করছেন বিরাট, সঙ্গী স্ত্রী অনুষ্কা
#ঋষিকেশ: একদিন আগেই ঋষিকেশের বিখ্যাত দয়ানন্দ মহারাজের আশ্রমে ছবি পোস্ট করেছিলেন বিরাট কোহলি। সেখানে সাধারণ ভক্তদের সঙ্গে ছবি তোলেন, অটোগ্রাফ দেন, মজা করেন। এক ভক্তকে মজা করে বলেন, ভাই এটা আশ্রম, এখানে ভিডিও কর না। পরে ইন্টারনেটে সেই সব কিছু ভাইরাল হয়। বুধবার অনুষ্কা শর্মা তার সোশ্যাল মিডিয়া পোস্ট এর কিছু ছবি শেয়ার করেছেন।
সেখানে দেখা যাচ্ছে প্রথমে হেঁটে যাচ্ছেন অনুষ্কা। পাহাড়ি রাস্তায় ট্রেক করছেন। পেছনে বিরাট কোহলি। কাঁধে মেয়ে ভামিকা একটি বেবি ক্যারিয়ারে। এরপর দেখা যাচ্ছে পাথরে নদীতে মেয়েকে হাতে করে জলস্পর্শ করতে সাহায্য করছেন কোহলি। মুহূর্তের মধ্যে ভক্তরা প্রচুর লাইক দিয়েছেন।
আরও পড়ুন - প্রকাশ্যে নাচ এবং চুম্বন! ইরানে এবার ১০ বছরের জন্য জেলে যেতে হল যুগলকে
তবে মেয়ের মুখ দেখা যাচ্ছে না ছবিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ছিলেন কোহলি। তার আগে লঙ্কার বিরুদ্ধেও ছিলেন। দুর্দান্ত ছন্দ ব্যাট করেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি নেই। সোজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলে টেস্ট সিরিজে নামবেন।
advertisement
advertisement
This Pictures are soooo cute and beautiful ❤️❤️❤️@AnushkaSharma #anushkasharma #ViratKohli #vamika @imVkohli #VamikaKohli #Family #trekking #Hiking #Uttarakhand #WednesdayMotivation pic.twitter.com/ZbIcGNEclv
— 🌸Sahana Selvakumar🌸 (@Sahana0207Kumar) February 1, 2023
ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে হলে বিরাট কোহলিকে পারফর্ম করতে হবে তাতে সন্দেহ নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সবসময় পারফর্ম করেছেন অতীতে। কিছুদিন আগে ছিলেন বৃন্দাবনে। নৈমিতালয়ের কাজে নিম করলি বাবার আশ্রমেও সময় কাটাতে দেখা গিয়েছিল তাকে। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিক এবং শারীরিকভাবে ফ্রেশ হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন কিং কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 2:29 PM IST