লন্ডনের রাস্তায় প্রেমের মুহূর্ত ফ্রেমবন্দি অনুষ্কার, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

Last Updated:

যবে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা -তবে থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি দিয়ে থাকেন ৷

#লন্ডন : যবে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা -তবে থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি দিয়ে থাকেন ৷ বিরুষ্কার ‘পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশান’ নিয়ে কখনও সমাদর কখনও তিরষ্কার সবই হয় ৷ তবুও তাঁদের নিজেদের কাজের ধারা বজায় রাখা থেকে সরানো যায়নি ৷
আবারও একবার নিজেদের প্রেমের রসে সিক্ত ছবি পোস্ট করলেন অনুষ্কা ৷ এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছেন বিরুষ্কা ৷ বিরাট ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও অনুষ্কা কিন্তু ফাঁকা রয়েছেন ৷ জিরো ও সুই -ধাগা-র শ্যুটিং সেরে এখন নিজের পতিদেবের সঙ্গে ‘উই টাইম’ কাটাচ্ছেন তিনি ৷
ফের একবার সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দেওয়া ছবি দিলেন অনুষ্কা ৷ লন্ডনের রাস্তায় অনুষ্কার বাহুলগ্নে আবদ্ধ বিরাট ৷ ছবি দিতেই সুপারহিট ৷ কয়েক ঘন্টার মধ্যেই লক্ষাধিক লাইক পেয়েছে অনুষ্কার এই পোস্ট ৷
advertisement
advertisement
Photo Courtesy : Anushka Sharma/ Instagram Handle Photo Courtesy : Anushka Sharma/ Instagram Handle
বাংলা খবর/ খবর/খেলা/
লন্ডনের রাস্তায় প্রেমের মুহূর্ত ফ্রেমবন্দি অনুষ্কার, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement