#পুণে: তিনি নিজে এখনও সাসপেন্ড ৷ তাই ম্যাচ চলাকালীন ফুটবলারদের সঙ্গে বেঞ্চে বসতে পারছেন না ৷ কিন্তু তিনি যে মাঠের বাইরে থেকেও কামাল করতে পারেন, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে গোয়ার বিরুদ্ধে ম্যাচে ৷ হাবাসের পুণে সিটি এফ সি কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে টুর্নামেন্টে ৷ ঘরের মাঠে এরপর তিনটে ম্যাচ পরপর খেলবে হাবাসের দল ৷ আজ নর্থ ইস্টের বিরুদ্ধে ৷ এরপর ১৭ অক্টোবর কেরালা এবং চেন্নাইয়ান এফ সি-র বিরুদ্ধে ২৩ অক্টোবর খেলবে পুণে সিটি এফ সি ৷ তাই ঘরের মাঠে তিনটে ম্যাচে জয়ের হ্যাটট্রিক চাইছে টিম হাবাস ৷
জিকোর টিমকে হারানোর পরে যে প্রবল আত্মবিশ্বাস নিয়ে ফিরেছে টিম, সেটা ধরে রাখতে মরিয়া হাবাস। শুধু তাই নয়, ঘরের মাঠে টানা তিনটে ম্যাচ থেকে ন’পয়েন্টের এক পয়েন্ট কম পেলেও, সেটাকে হারের সমতূল্য বলে মনে করতে চান পুণে কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এই তিনটে ম্যাচ জিতলে শেষ চারে ওঠার অঙ্ক অনেকটাই সহজ হবে বলে মনে করছেন এটিকে-র প্রাক্তন কোচ ৷ অ্যাটলেটিকোর হয়ে গত দু’বছরে অনেক সাফল্য পেয়েছেন ৷ পুণে সিটিতেও তাঁকে ঘিরে অনেক আশা ফ্র্যাঞ্চাইজির ৷ হৃত্বিক রোশনের দল তাই এবছর কী ফল করে, সেটাই দেখার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Antonio Lopez Habas, FC Pune City, Indian Super League, ISL 2016