West Medinipur News: সর্বভারতীয় মহিলা ফুটবলের আসর মেদিনীপুরে

Last Updated:

পড়াশোনা হোক কিংবা খেলাধুলো কিংবা চাকরি, জীবনে এগিয়ে চলেছে মেয়েরা। নারীশক্তির উন্নয়নে এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের এগিয়ে দিতে এগিয়ে এসেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

+
চলছে

চলছে ফুটবল খেলা

পশ্চিম মেদিনীপুর: অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওম্যানস ফুটবল টুর্নামেন্টের আসর বসেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। এটি আসলে সর্বভারতীয় আন্ত:বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এবার আয়োজনের দায়িত্বে আছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। যার সূত্র ধরে প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে মেদিনীপুর শহরে। দেশের বিভিন্ন প্রান্তের ১৬ টি বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।
পড়াশোনা হোক কিংবা খেলাধুলো কিংবা চাকরি, জীবনে এগিয়ে চলেছে মেয়েরা। নারীশক্তির উন্নয়নে এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের এগিয়ে দিতে এগিয়ে এসেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলাকালীন মাঝে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এতে যোগ দেবেন। নিজ নিজ প্রদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য তুলে ধরবেন তাঁরা।
advertisement
advertisement
গত ৮ জানুয়ারি মেদিনীপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়। ১৩ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট চলবে। কয়েকটি খেলা হবে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে, কয়েকটি শহরের অরবিন্দ স্টেডিয়ামে। ৪ টি জোনের ১৬ টি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতার ফাইনাল হবে বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু স্টেডিয়ামে। সবমিলিয়ে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী বলেন, ‘শুধুমাত্র খেলার মধ্যেই আমরা আমাদের সমস্ত কার্যকলাপ সীমাবদ্ধ রাখছি না। দেশের নানা প্রান্তের ১৬ টি টিম খেলছে। বিভিন্ন ভাষাভাষীর দল। তাদের বিভিন্ন বৈচিত্র্য। আমাদের কিছু পরিকল্পনা আছে। বাংলা এবং মেদিনীপুরের সংস্কৃতিকে আমরা তুলে ধরব। অন্য রাজ্যের যে সংস্কৃতি রয়েছে সেটাকেও মেদিনীপুরবাসীর কাছে তুলে ধরা হবে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/খেলা/
West Medinipur News: সর্বভারতীয় মহিলা ফুটবলের আসর মেদিনীপুরে
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement