KKR Captain : কেকেআরে আবার নতুন ক্যাপ্টেন! এবার বিরাট বড় নাম, অজিঙ্ক রাহানের দিন শেষ কলকাতায়!

Last Updated:

KL Rahul In Kkr- কলকাতা নাইট রাইডার্সে তা হলে নতুন ক্যাপ্টেন কে! অজিঙ্ক রাহানেকে কি মাত্র একটা মরশুম রেখেই ক্যাপ্টেন্সি পদ থেকে সরিয়ে দেবে কেকেআর ম্যানেজমেন্ট! এবার তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তা হলে কেকেআরের নতুন ক্যাপ্টেন কে! জানা যাচ্ছে, লোকেশ রাহুলের নতুন ঠিকানা হতে চলেছে কলকাতা!

News18
News18
কলকাতা : কেকেআর কি আবার চমক দেবে! কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইতিমধ্যে দল ছেড়েছেন! এবার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন বদলের পালা!
কলকাতা নাইট রাইডার্সে তা হলে নতুন ক্যাপ্টেন কে! অজিঙ্ক রাহানেকে কি মাত্র একটা মরশুম রেখেই ক্যাপ্টেন্সি পদ থেকে সরিয়ে দেবে কেকেআর ম্যানেজমেন্ট! এবার তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তা হলে কেকেআরের নতুন ক্যাপ্টেন কে! জানা যাচ্ছে, লোকেশ রাহুলের নতুন ঠিকানা হতে চলেছে কলকাতা!
কেএল রাহুল আসা মানে কেকেআরে অজিঙ্ক রাহানের ক্যাপ্টেন্সি টলমল হবে।  লখনউ সুপার জায়ান্টস থেকে রাহুল গত মরশুমে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন কেএল রাহুল। ব্যাটিং, কিপিংয়ের পাশাপাশি নেতৃত্বও দিতে পারেন। ফলে তিনি কেকেআরে এলে ক্যাপ্টেন হবেন, সেটা আন্দাজ করাই যায়।
advertisement
advertisement
এমনিতে কেকেআরের অধিনায়ক বদলের অভ্যেস পুরনো। এর আগে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর আইপিএল ট্রফি জেতে ২০২৪ সালে। তার পরও শ্রেয়সকে রাখেনি নাইটরা। নতুন ক্যাপ্টেন রাহানের নেতৃত্বে গতবার আইপিএলে ভরাডুবি হয় কেকেআর-এর। এবার ফের অধিনায়ক বদলের সম্ভাবনা।
যা খবর তাতে দিল্লি থেকে কলকাতায় রাহুলকে আনতে আগ্রহী কেকেআর ম্যানেজমেন্ট। মোটা অঙ্কের টাকা দিয়ে হলেও রাহুলকে নিতে চাইছে কেকেআর, আপাতত জানা যাচ্ছে এমনই।
advertisement
আরও পড়ুন- প্রথম দেখাতেই ভারতীয় এক মেয়ের প্রেমে পাগল পাক ক্রিকেটার, ছেড়ে দেন স্ত্রী-সন্তানকেও
আইপিএল শুরু হতে এখনও অনেকটাই দেরি। এর মধ্যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দেওয়া হয়েছে। বোলিং কোচ ভরত অরুণকেও আর দেখা যাবে না।  চন্দ্রকান্ত পণ্ডিত সরে যাওয়ায় নাইট রাইডার্স শিবিরে হেড কোচের চেয়ার খালি। সেই শূন্যস্থান পূরণ করার জন্য কে আসবেন সেটাও এখন দেখার ব্যাপার।
বাংলা খবর/ খবর/খেলা/
KKR Captain : কেকেআরে আবার নতুন ক্যাপ্টেন! এবার বিরাট বড় নাম, অজিঙ্ক রাহানের দিন শেষ কলকাতায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement