Pakistan Cricketer Indian Girl Love Story: প্রথম দেখাতেই ভারতীয় এক মেয়ের প্রেমে পাগল পাক ক্রিকেটার, ছেড়ে দেন স্ত্রী-সন্তানকেও, সিনেমার স্ক্রিপ্টকে হার মানাবে

Last Updated:
তবে প্রেম-ভালবাসার কারণেও বরাবর চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। আসলে কাঁটাতারের বেড়াজাল পার করেই এই কিংবদন্তি ক্রিকেটারের জীবনে এসেছিল ভালবাসার ছোঁয়া।
1/8
পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাসকে ডন ব্র্যাডম্যান অফ এশিয়া-র তকমা দেওয়া হয়ে থাকে। নিজের রাজকীয় ব্যাটিংয়ের মাধ্যমে জয় করেছেন ক্রিকেট-প্রেমীদের মন। তবে প্রেম-ভালবাসার কারণেও বরাবর চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাসকে ডন ব্র্যাডম্যান অফ এশিয়া-র তকমা দেওয়া হয়ে থাকে। নিজের রাজকীয় ব্যাটিংয়ের মাধ্যমে জয় করেছেন ক্রিকেট-প্রেমীদের মন। তবে প্রেম-ভালবাসার কারণেও বরাবর চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
advertisement
2/8
পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাসকে ডন ব্র্যাডম্যান অফ এশিয়া-র তকমা দেওয়া হয়ে থাকে। নিজের রাজকীয় ব্যাটিংয়ের মাধ্যমে জয় করেছেন ক্রিকেট-প্রেমীদের মন। তবে প্রেম-ভালবাসার কারণেও বরাবর চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। আসলে কাঁটাতারের বেড়াজাল পার করেই এই কিংবদন্তি ক্রিকেটারের জীবনে এসেছিল ভালবাসার ছোঁয়া। আসলে ভারতীয় রিতা লুথরার প্রেমে পড়েছিলেন। যার জেরে প্রথম স্ত্রীর সঙ্গে ভেঙে গিয়েছিল সুখের সংসারও।  
আসলে কাঁটাতারের বেড়াজাল পার করেই এই কিংবদন্তি ক্রিকেটারের জীবনে এসেছিল ভালবাসার ছোঁয়া। আসলে ভারতীয় রিতা লুথরার প্রেমে পড়েছিলেন। যার জেরে প্রথম স্ত্রীর সঙ্গে ভেঙে গিয়েছিল সুখের সংসারও।
advertisement
3/8
প্রথম বিয়েতে জাহিরের তিন কন্যা রয়েছে। তা সত্ত্বেও রিতার সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছিলেন ওই প্রাক্তন ক্রিকেট তারকা। ১৯৮০ সালে ইংল্যান্ডেই এই প্রেমের গল্পের সূত্রপাত। সেই সময় গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছিলেন জাহির। এদিকে রিতা আবার ইন্টেরিয়র ডিজাইনের একটি কোর্স করছিলেন। ফলে সেখানেই চার চক্ষুর মিলন। পাক সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই ব্যাটিং কিংবদন্তির জন্য সেটা ছিল প্রথম দর্শনে প্রেম। 
প্রথম বিয়েতে জাহিরের তিন কন্যা রয়েছে। তা সত্ত্বেও রিতার সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছিলেন ওই প্রাক্তন ক্রিকেট তারকা। ১৯৮০ সালে ইংল্যান্ডেই এই প্রেমের গল্পের সূত্রপাত। সেই সময় গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছিলেন জাহির। এদিকে রিতা আবার ইন্টেরিয়র ডিজাইনের একটি কোর্স করছিলেন। ফলে সেখানেই চার চক্ষুর মিলন। পাক সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই ব্যাটিং কিংবদন্তির জন্য সেটা ছিল প্রথম দর্শনে প্রেম।
advertisement
4/8
আর মজার বিষয় হল, জাহির আর রিতার পরিবার ছিল পূর্ব পরিচিত। আসলে জাহিরের বাবা এবং রিতার বাবা ছিলেন বন্ধু। আদতে রিতার পরিবার ছিল ফয়সালাবাদের বাসিন্দা। কিন্তু দেশ ভাগের পরে তারা ভারতে চলে এসেছিলেন। আর এই পারিবারিক বন্ধুত্বের কথা প্রকাশ্যে আসতেই যেন আরও কাছাকাছি চলে আসেন জাহির এবং রিতা। 
আর মজার বিষয় হল, জাহির আর রিতার পরিবার ছিল পূর্ব পরিচিত। আসলে জাহিরের বাবা এবং রিতার বাবা ছিলেন বন্ধু। আদতে রিতার পরিবার ছিল ফয়সালাবাদের বাসিন্দা। কিন্তু দেশ ভাগের পরে তারা ভারতে চলে এসেছিলেন। আর এই পারিবারিক বন্ধুত্বের কথা প্রকাশ্যে আসতেই যেন আরও কাছাকাছি চলে আসেন জাহির এবং রিতা।
advertisement
5/8
এরপর রিতাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন জাহির। আর তার জন্য গ্রহণ করেছিলেন এক কঠিন পদক্ষেপ। প্রথম স্ত্রী তথা তাঁর তিন সন্তানের জননী নাসরিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে দিয়েছিলেন। অন্যদিকে জাহিরের প্রেমে পাগল রিতাও কিন্তু এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। ধর্ম পরিবর্তন করে তাঁর নতুন নাম হয় সামিনা। ১৯৮৮ সালে জাহির আব্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। 
এরপর রিতাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন জাহির। আর তার জন্য গ্রহণ করেছিলেন এক কঠিন পদক্ষেপ। প্রথম স্ত্রী তথা তাঁর তিন সন্তানের জননী নাসরিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে দিয়েছিলেন। অন্যদিকে জাহিরের প্রেমে পাগল রিতাও কিন্তু এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। ধর্ম পরিবর্তন করে তাঁর নতুন নাম হয় সামিনা। ১৯৮৮ সালে জাহির আব্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।
advertisement
6/8
এরপর করাচিতেই সংসার পাতেন এই দম্পতি। এরপর সামিনা নিজেও একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। কোটি কোটি টাকার ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা তাঁর। জাহির আর সামিনার এক কন্যাসন্তান রয়েছে। তাঁর নাম সোনাল। সমস্ত বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে একসঙ্গে সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন জাহির এবং সামিনা।
এরপর করাচিতেই সংসার পাতেন এই দম্পতি। এরপর সামিনা নিজেও একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। কোটি কোটি টাকার ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা তাঁর। জাহির আর সামিনার এক কন্যাসন্তান রয়েছে। তাঁর নাম সোনাল। সমস্ত বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে একসঙ্গে সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন জাহির এবং সামিনা।
advertisement
7/8
শুধু জাহির আব্বাসই একমাত্র পাক ক্রিকেটার নন, যাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ভারতের নাম। এমন উদাহরণ রয়েছে প্রচুর। যেমন - প্রাক্তন পাক ক্রিকেটার মহসিন খান তো বলিউড অভিনেত্রী রিনা রায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন।
শুধু জাহির আব্বাসই একমাত্র পাক ক্রিকেটার নন, যাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ভারতের নাম। এমন উদাহরণ রয়েছে প্রচুর। যেমন - প্রাক্তন পাক ক্রিকেটার মহসিন খান তো বলিউড অভিনেত্রী রিনা রায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন।
advertisement
8/8
এদিকে আবার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শোয়েব মালিক। যদিও এই দুই বিয়েই একটা সময়ে ভেঙে গিয়েছিল। তবে ফাস্ট বোলার হাসান আলি এবং হরিয়ানার মেওয়াটের ভারতীয় বংশোদ্ভূত সামিয়া আরজুর বিয়ে এখনও টিকে রয়েছে। 
এদিকে আবার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শোয়েব মালিক। যদিও এই দুই বিয়েই একটা সময়ে ভেঙে গিয়েছিল। তবে ফাস্ট বোলার হাসান আলি এবং হরিয়ানার মেওয়াটের ভারতীয় বংশোদ্ভূত সামিয়া আরজুর বিয়ে এখনও টিকে রয়েছে।
advertisement
advertisement
advertisement