#কলকাতা: ভারতীয় টেনিসের ক্ষেত্রে তিনি জীবন্ত কিংবদন্তি। ভারতের টেনিসকে পৃথিবীতে নতুন করে চেনানোর পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। খেলা ছেড়ে দিলেও লিয়েন্ডার পেজের জনপ্রিয়তা একটুও কমেনি। আর শহর কলকাতার সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো। এই শহরেই তার টেনিসের হাতেখড়ি। কলকাতা ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল লিয়েন্ডার।
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। লাল-হলুদ ক্লাবের তরফে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে অলিম্পিক্স পদকজয়ী টেনিস তারকাকে। এর আগে জানানো হয়েছিল ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে ঝুলন গোস্বামীকে। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পাশাপাশি লিয়েন্ডারকেও সম্মান জানাবে ইস্টবেঙ্গল।
শুক্রবার শহরে আসার কথা লিয়েন্ডারের। ১ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এই সম্মান দেওয়া হবে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে অনুষ্ঠান। ঝুলন এবং লিয়েন্ডার ছাড়াও সম্মান জানানো হবে ক্লাবের দুই প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্তকে। তাঁদের জীবনকৃতি সম্মান দেওয়া হবে।
গৌতম পাবেন ডাঃ রমেশচন্দ্র (নসা) সেন মেমোরিয়াল পুরস্কার। স্বপন পেতে চলেছেন ব্যোমকেশ বোস মেমোরিয়াল সম্মান। সেরা সাংবাদিক হিসাবে পুরস্কৃত করা হবে লোকেন্দ্র প্রতাপ শাহিকে। সেরা চিত্র সাংবাদিকের পুরস্কার পাচ্ছেন সুবীর মজুমদার। রেফারি হিসাবে পুরস্কৃত করা হবে সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদারকে।
এছাড়াও সাধারণ মানুষের চিকিৎসার জন্য ইস্টবেঙ্গলের তরফে দু’লক্ষ টাকা লিভার ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে। এর পরের দিন অর্থাৎ ২ আগস্ট কলকাতার একটি পাঁচ তারা হোটেলে সাংবাদিক সম্মেলন ডেকেছে ইমামি ইস্টবেঙ্গল। সেদিন হয়তো সংবাদ মাধ্যমের সামনে নতুন কিছু বক্তব্য এবং ফুটবলারের নাম ঘোষণা হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal Club, Leander Paes