পাকিস্তানিদের বেধড়ক মারল আফগানরা, ভাঙা চেয়ার দিয়ে চলল মারধর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pakistan vs Afghanistan: চেয়ার ছুড়ে মার, তাড়া করে লাথি, ঘুঁষি, কিছুই বাকি গেল না।
#দুবাই: মজা করে বললে, মাঠের বাইরের ম্যাচ জিতল আফগানিস্তান। বুধবার পাকিস্তানের কাছে এশিয়া কাপের ম্যাচে হেরেছে আফগানরা। সেই হার অবশ্য আফগানিস্তানের সমর্থকরা হজম করতে পারেননি।
ম্যাচে পাকিস্তান এক উইকেটে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এর পর স্টেডিয়ামেই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আফগানিস্তানের সমর্থকরা স্টেডিয়ামের চেয়ার দিয়ে পাকিস্তানি সমর্থকদের মারধর করে। স্টেডিয়ামের বাইরে পাকিস্তানি সমর্থকদের মধ্যেও মারামারি হয়। ওই ঘটনার ভিডিওগুলিও ভাইরাল হচ্ছে। এই বিষয়ে পাকিস্তানের তরফে শারজাহ পুলিশের কাছে তদন্তের দাবি করা হয়েছে।
advertisement
advertisement
ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভার করছিলেন আফগানিস্তানের ফরিদ। পাকিস্তানের আসিফ আলি ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকালেও পরের ডেলিভারিতে আউট হন। এর পর ফরিদ তাঁকে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন এবং কিছু কথাও বলেন। জবাবে আসিফও কিছু একটা বলেন এবং ব্যাপারটা এতটাই বেড়ে যায় যে আসিফ ব্যাট তুলে ফরিদকে মারার জন্য এগিয়ে যান। অবশেষে আম্পায়াররা ব্যাপারটি মিটিয়ে দেন।
advertisement
২০তম ওভারে পাকিস্তানের জয়ের জন্য ১১ রান দরকার ছিল। নাসিম শাহ প্রথম দুই বলে দুটি ছক্কা মেরে ম্যাচটি পাকিস্তানকে জেতান। ওই ম্যাচে আফগানিস্তান ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২৯ রান করে। জবাবে পাকিস্তান ৯ উইকেটে ১৩১ রান করে। চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা।
পাকিস্তানের জয়ের পর স্টেডিয়ামে উল্লাস করতে থাকে পাক সমর্থকরা। আফগান দর্শকদের অনেকে সেটা পছন্দ করেননি। তারা স্টেডিয়ামের চেয়ার ভেঙে পাকিস্তানি দর্শকদের দিকে ছুড়তে শুরু করেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, আফগান সমর্থকরা শারজার রাস্তায় পাকিস্তানি ভক্তদের মারধর করে।
advertisement
afghan-Pak Fans Fight in stadium after AFG vs PAK match #PAKvAFG #T20WorldCup2022 #AsiaCup2022 pic.twitter.com/YN7fDQbne5
— Emma (@Jiaur119114444) September 8, 2022
পাকিস্তান ও আফগানিস্তান ক্রিকেট দলের সমর্থকদের মধ্যে লড়াইয়ের ভিডিও প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়েছে। একজন পাকিস্তানি সাংবাদিক ঘটনার ভিডিও শেয়ার করে শারজাহ পুলিশের কাছে তদন্ত দাবি করেছেন। পাকিস্তানিদের যাঁরা মারধর করেছে তাদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 6:04 PM IST