আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মারামারি, ব্যাট উঁচিয়ে গেলেন আসিফ আলি, ধাক্কাধাক্কি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Afghanistan vs Pakistan: এশিয়া কাপের ম্যাচে মারামারি! মাঠে লেগে গেল আফগান আর পাকিস্তানিদের।
#দুবাই: এমন উত্তপ্ত পরিস্থিতি হালফিলে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হয়নি। এমনকী ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচেও এমন কিছু দেখা যায়নি। আফগানিস্তান-পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচে যা হল, ক্রিকেটপ্রেমীরা অনেকদিন মনে রাখবেন।
এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের 'সুপার ফোর' ম্যাচে বুধবার আফগানিস্তানকে এক উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। এই ম্যাচে এমন হট্টগোল হল, যার জেরে মাঝমাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রায় হাতাহাতি হয়ে গেল।
আরও পড়ুন- 'গুরু' গ্রেগ চ্য়াপেল তাঁর প্রিয় শিক্ষক! সৌরভের এক টুইটে হইচই পড়ে গেল
আসলে পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে আফগানিস্তানের বোলার ফরিদ আহমেদ পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে আউট করেন। আউট হওয়ার পর আসিফ আলি যখন প্যাভিলিয়ন-এর দিকে ফিরছিলেন, ফরিদ আহমেদে তখন কিছুটা উগ্র উদযাপন করে বসেন। তাতেই বিরক্ত হয়ে প্রথমে আফগান বোলারকে ধাক্কা দেন আসিফ আলি। তার পর ব্যাট উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে যান।
advertisement
advertisement
এদিন পাকিস্তানের এই জয়ে আফগানিস্তানের সাথে ভারতীয় দলেরও এশিয়া কাপে ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল। আফগানদের বিরুদ্ধে জয়ের জন্য ১৩০ রান করতে হত পাকিস্তানকে। ১৯.২ ওভারে নয় উইকেট হারিয়ে শেষমেশ জয় তুলে নিল পাকিস্তান।
advertisement
Ban Asif ali for this. #PAKvAFG pic.twitter.com/GQ9UoTbpvy
— Gems of E-lafda (@GemsofELafda) September 7, 2022
এই জয়ের ফলে এশিয়া কাপে পাকিস্তানের জায়গা পাকা হয়ে গেল। ফাইনালে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। গত দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারতীয় দল। সুপার ফোর-এ আগামীকাল ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। তবে সেই ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 12:15 AM IST