'গুরু' গ্রেগ চ্য়াপেল তাঁর প্রিয় শিক্ষক! সৌরভের এক টুইটে হইচই পড়ে গেল

Last Updated:

Sourav Ganguly tweet on Gregg Chappell: গ্রেগ চ্য়াপেলকে নিয়ে সৌরভের টুইট! অবিশ্বাস্য কাণ্ড।

#কলকাতা: দুজনের সম্পর্ক শুরির দিকে ভালই ছিল। বলতে গেলে গলায় গলায় ছিল। তবে শেষটা মধুর হয়নি। মধুর দূরে থাক, তেতো হয়েই থাকল শেষটা। কে না জানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গ্রেগ চ্য়াপেলের সেই তিক্ত সম্পর্কের কথা!
সম্পর্কের সেই তেতো ভাব কি অতীত হয়ে গেল! সৌরভ-চ্য়াপেল কি আবার বন্ধু! নাহ্, স্বপ্নেও এমনটা আর ভাববেন না। তবে শিক্ষক দিবসে গ্রেগ চ্যাপেলকে কেন দুম করে শুভেচ্ছা জানিয়ে বসলেন মহারাজ! এই প্রশ্ন এখন অনেকের মনে।
আরও পড়ুন- হতাশ হবেন না, আশা আছে! যে হিসেবে ভারত এশিয়া কাপ ফাইনাল খেলবে, জেনে নিন
আসলে সৌরভের একখানা টুইট ঘিরে যত জল্পনা! কী এমন আছে সেই টুইটে! আসলে সৌরভ হঠাৎ করেই গুরু গ্রেগকে প্রিয় শিক্ষক লিখে বসেছেন। ক্রিকেট জীবনের কোচদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই তালিকায় রয়েছেন গ্রেগ চ্যাপেল। আর তাতেই সবাই অবাক।
advertisement
advertisement
আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর কাটিয়েছেন মহারাজ। স্বাভাবিকভাবেই একাধিক কোচের সঙ্গে তাঁকে থাকতে হয়েছে। তবে গ্রেগ চ্যাপেল ছাড়া আর কোনও কোচের সঙ্গে সৌরভের এমন তেতো সম্পর্ক হয়নি। জন রাইটের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা সৌরভ এখনও বলেন। তবে তেমনভাবে কখনও গ্রেগের কথা তাঁর মুখে শোনা যায় না। তা হলে হঠাৎ কেন গ্রেগ চ্য়াপেলের কথা লিখলেন তিনি!
advertisement
শিক্ষক দিবস উপলক্ষে সৌরভ টুইটারে লিখেছিলেন, ‘দেবু মিত্র, জন রাইট, প্রিয় গ্যারি কার্স্টেন এবং গ্রেগকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। ক্রিকেট জীবনের কিছু মুহূর্ত অতীতকে স্মরণীয় করে। আমার ব্যর্থতা এবং ফিরে আসার কিছু মুহূর্ত এখানে রয়েছে।’
advertisement
advertisement
এমনটা লেখার পরই একটি ভিডিও পোস্ট করা হয়। সৌরভের টুইটে গ্রেগের নাম দেখার পর অবাক হন নেটিজেনরা। অনেকে বলেন, সৌরভ ভুল করে গ্রেগের নাম লিখেছেন। কেউ আবার বলেন, মহারাজ নেহাত মজা করার জন্য গ্রেগের নাম লিখেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'গুরু' গ্রেগ চ্য়াপেল তাঁর প্রিয় শিক্ষক! সৌরভের এক টুইটে হইচই পড়ে গেল
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement