#কলকাতা: দুজনের সম্পর্ক শুরির দিকে ভালই ছিল। বলতে গেলে গলায় গলায় ছিল। তবে শেষটা মধুর হয়নি। মধুর দূরে থাক, তেতো হয়েই থাকল শেষটা। কে না জানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গ্রেগ চ্য়াপেলের সেই তিক্ত সম্পর্কের কথা!
সম্পর্কের সেই তেতো ভাব কি অতীত হয়ে গেল! সৌরভ-চ্য়াপেল কি আবার বন্ধু! নাহ্, স্বপ্নেও এমনটা আর ভাববেন না। তবে শিক্ষক দিবসে গ্রেগ চ্যাপেলকে কেন দুম করে শুভেচ্ছা জানিয়ে বসলেন মহারাজ! এই প্রশ্ন এখন অনেকের মনে।
আরও পড়ুন- হতাশ হবেন না, আশা আছে! যে হিসেবে ভারত এশিয়া কাপ ফাইনাল খেলবে, জেনে নিন
আসলে সৌরভের একখানা টুইট ঘিরে যত জল্পনা! কী এমন আছে সেই টুইটে! আসলে সৌরভ হঠাৎ করেই গুরু গ্রেগকে প্রিয় শিক্ষক লিখে বসেছেন। ক্রিকেট জীবনের কোচদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই তালিকায় রয়েছেন গ্রেগ চ্যাপেল। আর তাতেই সবাই অবাক।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর কাটিয়েছেন মহারাজ। স্বাভাবিকভাবেই একাধিক কোচের সঙ্গে তাঁকে থাকতে হয়েছে। তবে গ্রেগ চ্যাপেল ছাড়া আর কোনও কোচের সঙ্গে সৌরভের এমন তেতো সম্পর্ক হয়নি। জন রাইটের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা সৌরভ এখনও বলেন। তবে তেমনভাবে কখনও গ্রেগের কথা তাঁর মুখে শোনা যায় না। তা হলে হঠাৎ কেন গ্রেগ চ্য়াপেলের কথা লিখলেন তিনি!
শিক্ষক দিবস উপলক্ষে সৌরভ টুইটারে লিখেছিলেন, ‘দেবু মিত্র, জন রাইট, প্রিয় গ্যারি কার্স্টেন এবং গ্রেগকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। ক্রিকেট জীবনের কিছু মুহূর্ত অতীতকে স্মরণীয় করে। আমার ব্যর্থতা এবং ফিরে আসার কিছু মুহূর্ত এখানে রয়েছে।’
আরও পড়ুন- Rishabh Pant and MS Dhoni: হেলায় সুযোগ হারালেন পন্থ! নেটিজেনরা মনে করিয়ে দিলেন ধোনির কথা, ভাইরাল
Major missing Debo Mitra, John Wright, my favourite one ,Gary Kirsten and Greg. Happy Teachers' Day!
— Sourav Ganguly (@SGanguly99) September 5, 2022
There are few moments in life that make you relive your past, here's to my failures & bouncing back.
Watch here: https://t.co/xNIlW4EdZa#TeachersDay
Now let's see what will be happen next in under this now#Ganguly pic.twitter.com/6XTHhT9l7T
— Sleepy (@Sleepy52287919) September 5, 2022
এমনটা লেখার পরই একটি ভিডিও পোস্ট করা হয়। সৌরভের টুইটে গ্রেগের নাম দেখার পর অবাক হন নেটিজেনরা। অনেকে বলেন, সৌরভ ভুল করে গ্রেগের নাম লিখেছেন। কেউ আবার বলেন, মহারাজ নেহাত মজা করার জন্য গ্রেগের নাম লিখেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।