IND vs AUS World Cup 2023: হোটেলের সুইমিং পুলে জাম্পার জাম্প, তারপরেই খেলেন ধাক্কা, ফটো ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IND vs AUS World Cup 2023: ‘‘জাম্পা তাঁর চোখ বন্ধ করেছিলেন এবং ভেবেছিলেন যে তিনি একটি সরল রেখায় সাঁতার কাটছেন আসলে তিনি পুলের স্টেপে সাঁতার কাটছিলেন।’’
চেন্নাই: ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ জমে উঠেছে৷ এর মধ্যেই শুভমান গিলের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবরে সকলের মন খারাপ৷ আর অ্যাডাম জাম্পা খবর দিলেন আরও আজব৷ হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে ধাক্কা খেয়েছেন অজি স্পিনার৷
গত ছ-সাত মাস ধরে অস্ট্রেলিয়া দলের বিভিন্ন ক্রিকেটারের সুইমিং পুলে অঘটনের সম্মুখীন হতে হয়েছে, যাতে খেলোয়াড়দের খারাপভাবে আঘাত পেয়েছেন। অ্যালেক্স ক্যারির পরে, পুলে এবার বড়সড় চোট পেলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
২৮ বছর বয়সী জাম্পা ভেবেছিলেন যে তিনি সাঁতার কাটতে গিয়ে নাকি সটান কোনও পাঁচিলে ধাক্কা খেয়েছিলেন। অজি অধিনায়ক প্যাট কামিন্স নিজেই সাংবাদিকদের জাম্পার চোট লাগার খবরটি দিয়েছিলেন৷ লেগ স্পিনারের ইনজুরির ভয় কামিন্সকে কিছুটা চিন্তিত করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন – World Cup Astrology: কাশীর জ্যোতিষাচার্য্যের মোক্ষম হিসেব, মঙ্গল যার ভাগ্যে উদয়, সেই চ্যাম্পিয়ন
“স্পষ্টতই, সে সাঁতার কেটে পুলের পাঁচিলে গিয়েছিল ,” কামিন্স ক্রিকেট অস্ট্রেলিয়াকে এই খবর দেন৷
তিনি আরও বলেছিলেন ‘‘জাম্পা তাঁর চোখ বন্ধ করেছিলেন এবং ভেবেছিলেন যে তিনি একটি সরল রেখায় সাঁতার কাটছেন আসলে তিনি পুলের স্টেপে সাঁতার কাটছিলেন। এটা অভিনব, সে ভাল আছে, সে কিছুটা ব্যাথা পেয়েছে, ৷”
advertisement
The Adam Zampa graze, courtesy of the Chennai hotel swimming pool #CWC23 pic.twitter.com/yvVDI2kxRQ
— Josh Schönafinger (@joshschon) October 7, 2023
কামিন্স যখন জিনিসের মজার দিকটি দেখেছিলেন, তখন ফ্যানরাও পিছিয়ে ছিলেন না, কারণ নেটিজেনকা জাম্পার সাঁতারের স্টান্স নিয়ে মজার কমেন্ট করেছিলেন। একজন নেটিজেন লেখেন, “সুইমিং পুল জিংক্স – অ্যালেক্স কেরি, এখন অ্যাডাম জাম্পা।”
advertisement
অন্য একজন নেটিজেন মন্তব্য করেছেন, “সে হোটেলে কী করছিল? আর সবচেয়ে বড় কথা সুইমিং পুলে কী করছিল?” অন্য একজন নেটিজেন লিখেছেন যে কথা তার মানে দাঁড়ায়, “এটা কী ব্যাপ্টিজিমের আগে জল দেওয়ার কোনও ঘটনা, সেইরকম কিছু করতে গিয়ে জাম্পা জলে পড়ে যান৷
জাম্পা অস্ট্রেলিয়ার প্রধান স্পিনার। জাম্পা গুরুত্বপূর্ণ মিডল ওভার বোলিং করেন এবং সেই পর্যায়ে খুবই কার্যকরী, তাঁর ইকনমিও দারুণ, নিচে প্রতি পাঁচ রান দিয়ে রয়েছে উইকেট।
advertisement
অজি এই লেগ স্পিনার ৫৮ টি উইকেট নিয়েছেন (২০১৯ বিশ্বকাপ থেকে এই পর্বে যে কোনও বোলারের দ্বারা যা সর্বাধিক)। মিডল অর্ডার পর্বে অস্ট্রেলিয়ার জন্য পরবর্তী সেরা বোলার হলেন জশ হ্যাজলউড তিনি ১৬ উইকেট নিয়েছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2023 3:21 PM IST