'গৌতম গম্ভীর মিসড্ কল দিত, তখন ইরফানের সঙ্গে প্রেম করতাম', অভিনেত্রীর বিস্ফোরক দাবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Payal Ghosh Claim on Irfan Pathan: এই অভিনেত্রা শামিকে বিয়ে করতে চেয়েছিলেন। এবার চাঞ্চল্যকর দাবি করলেন।
কলকাতা: প্রচারে থাকার চেষ্টা! নাকি তিনি যা বলছেন সবটাই সত্যি! যদি প্রথমটা হয়, তা হলে আসল সত্যিটা হয়তো একদিন বেরিয়ে আসবে। তখন এসব দাবি বুঁদবুঁদের মতো উবে যাবে। আর যদি দ্বিতীয়টা সত্যি হয়, তা হলে এই জল অনেক দূর গড়াতে পারে।
বলি অভিনেত্রী পায়েল ঘোষ এখন আলোচনায়। কিছুদিন আগে তিনি মহম্মদ শামিকে বিয়ে করতে চেয়ে পোস্ট করেছিলেন। পরে বলেন, তিনি মজা করে ওরকম পোস্ট করেছিলেন। এবার সেই পায়েল ঘোষ বিস্ফোরক দাবি করলেন গৌতম গম্ভীর, ইরফান পাঠান ও অক্ষয় কুমারকে নিয়ে।
আরও পড়ুন- Viral Video: অস্ট্রেলিয়ায় অব্যবস্থার শিকার পাকিস্তান! মাল বইলেন বাবর-রিজওয়ানরা
পায়েল দাবি করেছেন, ‘২০১১ সাল থেকে পাঁচ বছর আমি ইরফান পাঠানকে ডেট করেছি। তবে সেই সম্পর্ক আর টিকল না। আমি ভেঙে পড়েছিলাম তার পর। বহুদিন কাজও করতে পারিনি। ওই ব্রেক আপ আমি মানতে পারছিলাম না মন থেকে। ইরফানকে একটা সময় আমি চোখে হারাতাম।
advertisement
advertisement
এর পর তিনি আরও চাঞ্চল্যকর দাবি করেন, গৌতম গম্ভীর এবং অক্ষয় কুমারও আমাকে চাইত। তবে অক্ষয় কুমার কখনওই আমার সঙ্গে খারাপ আচরণ করেননি। ওঁকে আমি সম্মান করি। কিন্তু আমি ইরফানকে ভালবাসতাম সেই সময়। গৌতম গম্ভীর আমাকে মিসড কল দিত। সেগুলো আমি ইরফানকে দেখিয়েছিলাম।
পায়েল ঘােষ আরও বলেন, একটা ম্যাচ চলাকালীন আমি পুনেতে ইরফানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমাদের সম্পর্কটা টিকল না শেষমেশ।’
advertisement
আরও পড়ুন- ঘরের মাঠে ফিরতেই গর্জন বাংলাদেশের! প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল ১৫০ রানে
পায়েলের এই কথা শোনার পর অনেকেই তাঁকে ট্রোল করেছেন। আসলে এই ব্যাপারটি অনেকেই বিশ্বাস করতে পারেননি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 2:06 PM IST