Abhishek Sharma : এশিয়া কাপে পুরস্কার পেলেন দামি গাড়ি, সেটা ভারতে আনতে পারবেন না অভিষেক শর্মা! কী এমন হল!

Last Updated:

Abhishek Sharma- অভিষেক শর্মা এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন। সাতটি ইনিংসে ৩১৪ রান করে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। তাঁর গড় ছিল ৪৪.৮৬ এবং স্ট্রাইক রেট ২০০।

News18
News18
কলকাতা : অভিষেক শর্মা এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন। সাতটি ইনিংসে ৩১৪ রান করে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। তাঁর গড় ছিল ৪৪.৮৬ এবং স্ট্রাইক রেট ২০০। তিনটি হাফ-সেঞ্চুরি, ৩২টি বাউন্ডারি, ১৯টি ছক্কা হাঁকিয়ে ওপেনার হিসেবে দারুণ ছন্দে ছিলেন তিনি। যদিও ফাইনালে বড় রান করতে পারেননি। তবুও তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছিল।
এই অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ অভিষেক একটি Haval H9 SUV উপহার পান। তবে সেই বিলাসবহুল গাড়ি নিয়ে একটা বড় সমস্যাও দেখা দিয়েছে। গাড়িটি লেফট-হ্যান্ড ড্রাইভ মডেল, যা ভারতের সড়ক পরিবহন আইন অনুযায়ী চালানো বা রেজিস্টার করা আইনত অবৈধ। কারণ ভারতে শুধুমাত্র রাইট-হ্যান্ড ড্রাইভ গাড়ি চালানোর অনুমতি রয়েছে।
জানা গেছে, Haval শিগগিরই রাইট-হ্যান্ড ড্রাইভ সংস্করণ বাজারে আনতে পারে। ফলে অভিষেক ভবিষ্যতে এই গাড়িটি ভারতে বৈধভাবে চালাতে পারবেন। তবে সংস্থার তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি এখনও।
advertisement
advertisement
আরও পড়ুন- IND vs AUS: বাদ ৫ তারকা! ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে একের পর এক চমক!
HAVAL H9 ভারতীয় বাজারে বিক্রি হয় না। তবে, আন্তর্জাতিক বাজারে এর দাম 142,200 সৌদি রিয়াল (SAR)। ভারতীয় মুদ্রায় এই দাম ₹৩৩.৬০ লক্ষ টাকার কাছাকাছি। ভারতে গাড়িটির প্রত্যাশিত দাম ₹25 থেকে ₹30 লক্ষ (এক্স-শোরুম) হতে পারে। এই SUV টয়োটা ফরচুনারের মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। তবে এই গাড়ি ভারতের বাজারে পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Abhishek Sharma : এশিয়া কাপে পুরস্কার পেলেন দামি গাড়ি, সেটা ভারতে আনতে পারবেন না অভিষেক শর্মা! কী এমন হল!
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement