হুগলি: এবার আইপিএল এর দরবারে আরেক বাংলার ক্রিকেটার। নেপথ্যে আবারও সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়-এর নজরে এসে ইতিমধ্যেই দিল্লির দলে নিজের জায়গা পাকা করেছেন চন্দননগরের ছেলে অভিষেক পোড়েল। এবার দাদার ডাকেই দিল্লির টিমে ট্রায়াল দিতে রওনা দিয়েছেন অভিষেকের দাদা ঈশান পোড়েল।
বৃহস্পতিবার দিল্লি পৌঁছানোর পর ভাই অভিষেকের সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন তাঁরা।
ক্রিকেট মহল সূত্রের খবর, দিল্লি ক্যাপিটাল-এর ফাস্ট বোলার কমলেশ নাগারকোটি চোট পাওয়ায় আরেকজন বোলারের প্রয়োজন হয়েছিল। সেই কারণেই দলের সিলেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজরে বাংলার ফাস্ট বোলার ঈশান পোড়েল।
আরও পড়ুন- উইকেটে লাইট জ্বলে, সেন্সর লাগানো! আইপিএলের এই স্টাম্পস-এর দাম শুনলে অবাক হবেন
বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন ঈশান। বৃহস্পতিবার দুপুরের মধ্যে দিল্লি পৌঁছে বিকেল পাঁচটায় প্র্যাকটিসে মাঠে বল করবেন ঈশান।
উইকেটের সামনে এবং পিছনে নিজেকে প্রমাণ করার তাগিদ দেখা যাচ্ছে অভিষেকের মধ্যে। এর মাঝেই দিল্লি গেলেন ঈশান। ট্রায়াল দেবেন তিনি। কোচ রিকি পন্টিং-সহ দলের সাপোর্ট স্টাফদের পছন্দ হলে আইপিএলে আরও এক বাঙালির সংখ্যা বাড়বে।
অভিষেকের মতো ঈশানের বাড়িও হুগলির চন্দননগরে। সম্পর্কে অভিষেকের জেঠুর ছেলে ঈশান পোড়েল। ছোটবেলায় দুজনের ক্রিকেটে হাতের খড়ি একই মাঠ থেকে। এমনকী দুই ভাইয়ের ক্রিকেটের কোচও ছিলেন প্রথম জীবনে একজনই।
আরও পড়ুন- আইপিএল শেষ হলেই নতুন ভূমিকায় রিঙ্কু! আলিগড়ে উদ্বোধন করবেন নতুন হস্টেলের
দিল্লির টিম সিলেক্টররা এবার যদি ঈশানকে সিলেক্ট করে তা হলে একই টিমে খেলতে দেখা যাবে দুই ভাইকে।
প্রসঙ্গত, বছর ২৪- এর ঈশানের আইপিএল-এ ডেবিউ কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়ে। ২০২১ সালে একটি ম্যাচ খেলেছিলেন তিনি আইপিএলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯টি ম্যাচ খেলেছেন ঈশান। ১০৮টি উইকেট রয়েছে তাঁর নামে।
বাংলার ডানহাতি পেসার ২০১৭ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে অনবদ্য বোলিংয়ের জন্য নজর কেড়েছিলেন ঈশান। এবার আইপিএলে সিলেক্টোরদের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার পালা। তার পরেই দুই ভাই খেলতে পারবেন একই দলে।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Porel, IPL 2023, Ishan Porel