AB de Villiers Retirement: খেলবেন না আইপিএলেও, সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
AB de Villiers Announces His Retirement: ক্রিকেটকে চিরবিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স। জাতীয় দলের জার্সিতে আগেই সরে দাঁড়িয়েছিলেন। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন প্রোটিয়া তারকা।
জোহানেসবার্গ: আর ‘মিস্টার ৩৬০’-কে ব্যাট হাতে কোনও ম্যাচে দেখা যাবে না ৷ সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স ৷ অর্থাৎ আইপিএলেও আর খেলতে দেখা যাবে না এবিডি-কে (AB de Villiers Announces His Retirement) ৷
জাতীয় দলের হয়ে আগেই অবসর ঘোষণা করেছিলেন ৷ কিন্তু তারপরেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি ৷
It has been an incredible journey, but I have decided to retire from all cricket.
Ever since the back yard matches with my older brothers, I have played the game with pure enjoyment and unbridled enthusiasm. Now, at the age of 37, that flame no longer burns so brightly. pic.twitter.com/W1Z41wFeli — AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021
advertisement
advertisement
ক্রিকেটকে চিরবিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স। জাতীয় দলের জার্সিতে আগেই সরে দাঁড়িয়েছিলেন। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন প্রোটিয়া তারকা। আইপিএলে আরসিবির জার্সি গায়ে তাঁকে এ বছর দেখা গেলেও আগামী বছর থেকে আর খেলতে দেখা যাবে না এবিডি-কে ৷
advertisement
This hurts my heart but I know you've made the best decision for yourself and your family like you've always done. 💔I love you 💔 @ABdeVilliers17
— Virat Kohli (@imVkohli) November 19, 2021
২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ানে ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে খেলেছিলেন ৷ তারও আগে আন্তর্জাতিক টি২০ থেকে বিদায় ঘোষণা করেছিলেন ডেভিলিয়ার্স ৷ তবে আইপিএলে এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন তিনি ৷ এবার সবধরণের ক্রিকেটকেই বিদায় জানালেন এবিডি ৷
advertisement
এবিডি-র অবসর ঘোষণায় ট্যুইট করে বিরাট জানিয়েছেন, ‘‘ খুব খারাপ লাগছে ৷ কিন্তু আমি জানি তুমি নিজের ও পরিবারের কথা ভেবে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছো ৷ আই লভ ইউ ৷ ’’
Location :
First Published :
November 19, 2021 2:06 PM IST